তৃতীয় ঢেউ ভয়ঙ্কর না হলে পুজোর পরেই খুলবে স্কুল, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

পুজোর পরেই রাজ্যের সমস্ত স্কুল খোলা হতে পারে, সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন রাজ্যের আদিবাসী উন্নয়ন বিভাগের বৈঠক শেষে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ব্যানার্জি। স্কুল খোলার পরিকল্পনা নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, যদি করোনার ঢেউ ভয়ঙ্কর না হয় তাহলে পুজোর পরেই রাজ্যের সমস্ত স্কুল খুলে দেওয়া হবে। পুজোর পর থেকেই সমস্ত স্কুলগুলিকে স্যানিটাইজ করার প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও বলেন, রাজ্যে বর্তমানে করোনা সংক্রমণের হার এক শতাংশ মতো। পরে পরিস্থিতি কী হবে বলা যাচ্ছে না। তবে সব ঠিক থাকলে ভাই ফোঁটার পরেই স্কুল খুলে যাবে।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার প্রথম আদিবাসী উন্নয়ন বিভাগের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন মুখ্যমন্ত্রী জানান, সাঁওতালি ভাষায় মোট পাঁচশোটি স্কুল এবং ১০০ টি ইংরেজি মাধ্যম স্কুল খুলবে রাজ্য সরকার। এছাড়াও রাজবংশী ভাষায় ২০০ টি স্কুল খোলার পরিকল্পনা রয়েছে রাজ্যের।

২৬ আগস্ট আফগানিস্তান পরস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। এদিনের বৈঠকে তৃণমূলের প্রতিনিধিও উপস্থিত থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

Comments are closed.