ধর্মঘট উঠতেই রাস্তায় ৪০০ SBSTC, পুজোয় স্বস্তিতে নিত্য যাত্রীরা   

ত কয়েকদিন অস্থায়ী পরিবহন কর্মীদের ধর্মঘটে চূড়ান্ত ভোগান্তির শিকার হয়ে ছিলেন নিত্য যাত্রীরা। বিশেষ করে জেলা থেকে শহরে যাঁরা আসেন, তাঁরা এই কয়েকদিন রাস্তায় বেরিয়ে কার্যত নাকানি চোবানি খেয়েছেন। পুজোর মাস হওয়ায় যাত্রী সংখ্যাও বেশি ছিল। তবে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর আশ্বাসের পর মঙ্গলবার ধর্মঘট তুলেছেন অস্থায়ী কর্মীরা। তার ৪৮ ঘন্টার মধ্যেই রাস্তায় নামল ৪০০ সরকারি বাস। ফলে পুজোয় বেশ কিছুটা স্বস্তিতে নিত্য যাত্রীরা। 

২৬ দিনের কাজ, বেতন বাড়ানো সহ বেশ কয়েকটি দাবি নিয়ে কয়েকদিন ধর্মঘট করেছিলেন অস্থায়ী কর্মীরা। রাজ্যের বেশ কয়েকটি বাস ডিপো কার্যত অচল হয়ে পড়েছিল। রাস্তায় বাস না মেলায় চরম দুর্ভোগ পোহাতে হয় জেলার বাসিন্দাদের। এই অবস্থায় মঙ্গলবার পরিবহনমন্ত্রী জানান, তাঁদের ২৬ দিনের কাজের দাবিটি মেনে নেওয়া হবে। পাশপাশি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসারও আশ্বাস দেন তিনি। এরপরই ধর্মঘট প্রত্যহার করে নেন অস্থায়ী পরিবহন কর্মীরা। 

জানা গিয়েছে, রাজ্যজুড়ে এসবিএসটিসির মোট ২০ টি বাস ডিপো এবং পাঁচটি বাস টার্মিনান্স রয়েছে। সব মিলিয়ে মোট ৮৮০টি বাস রয়েছে। বৃহস্পতিবারই রাস্তায় ৪০০ টি বাস নেমেছে, আগামী দু’দিন বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে খবর। 

Comments are closed.