এই শীতেই গঙ্গাবক্ষে ২২টি নতুন ই-ভেসেল, উদ্যোগে রাজ্যের পরিবহন দফতর 

গঙ্গাবক্ষে লঞ্চ যাত্রার মতো মনোরম অভিজ্ঞতার জুড়ি মেলা ভার। তার ওপর যদি সময়টা শীতকাল হয় তাহলে তো কোনও কথাই নেই। এবার দক্ষিণবঙ্গবাসীর জন্য তেমনই সুখবর আনল রাজ্যের পরিবহন দফতর। জানা গিয়েছে এই শীতেই গঙ্গায় নতুন আরও ২২টি ই-ভেসেল নামছে। ৮০ থেকে ১০০ সিটের এই লঞ্চগুলো রাজ্যের বিভিন্ন ঘাটে চলবে। সেই সঙ্গে জল পরিবহনকে আরও ঢেলে সাজাতে ৯টি অত্যাধুনিক জেটিও তৈরি করা হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, এই ৯টি জেটিই একসঙ্গে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জেটিগুলোর পৃথক পৃথক নাম করণও করবেন মুখ্যমন্ত্রী। 

পরিবহন দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত কয়েকটি ঘাটের নাম চূড়ান্ত করা হয়েছে। যেখানে জেটিগুলো চলবে। ঘাটগুলো হল, গৌরহাটি, রাসমণি ঘাট, গাদিয়ারা ঘাট, আউটট্রাম ঘাট, বাঁশবেড়িয়া ঘাট, দেবীতলা ঘাট। পরে ঘাটের সংখ্যা বাড়ানো হতে পারে বলেও খবর। 

মূলত সড়ক পরিবহনে নির্ভরতা কমাতেই জলপথে পরিবহনে গুরুত্ব বাড়াতে চাইছে রাজ্য। পাশপাশি জলপথে পরিবহনে পরিবেশ দূষণেরর মাত্রাও অনেক কমে। জানা গিয়েছে, নতুন এই ভেসেলগুলোতে বায়ো টয়লেট পরিষেবা রয়েছে। যার ফলে জলদূষণও রোধ করা যাবে। বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় জল পরিবহনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য। তারই একটি অংশ এই ই-ভেসেল। জানা গিয়েছে সব ঠিক থাকলে এই ডিসেম্বর থেকেই জলপথে ই-ভেসেলগুলো মিলবে। 

Comments are closed.