বাংলাদেশের জামদানির পর এবার কালো ও সোনালী রঙের মধ্যে সিল্ক জামদানিতে মোহময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী রচনা! শাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার, তবে অনলাইনের শাড়ির ব্যবসা তরতড়িয়ে এগোচ্ছে অভিনেত্রীর!
বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি, এবার দর্শকদের সামনে ধরা দিচ্ছেন আলাদা রূপে। একটা সময় এরকম ছিল যখন নিজের সৌন্দর্য আর অভিনয় দিয়ে গোটা বাংলাকে মাতিয়ে রাখতেন। কিন্তু বর্তমানে তিনি আর অভিনেত্রী নন। বর্তমানে রচনার পরিচয় তিনি জনপ্রিয় ননফিকশন শো দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা এবং একজন বিজনেস ওমেন। শো এর স্টেজে দাঁড়িয়ে বাংলার বিভিন্ন দিদিদের জীবন সংঘর্ষকে নিয়ে আসেন দর্শকের সামনে। অন্যদিকে নিজের জীবনেও চালিয়ে যাচ্ছেন লড়াই। জীবনের নানান উথাল-পাঠাল সামলে সঞ্চালিকা পাড়ি দিয়েছেন অনলাইন বিজনেসের পথে।
অনলাইনে শাড়ির ব্যবসা করছেন সঞ্চালিকা। “রচনাস ক্রিয়েশন” এর হাত ধরে সঞ্চালিকা পা রাখলেন তাঁর নতুন জীবনে। বাংলার নিজস্ব ব্র্যান্ডে বাংলার মেয়ে বৌদের সাজিয়ে তোলাই সঞ্চার মূল উদ্দেশ্য। তাইতো পুজোর আগেই বিভিন্ন ধরনের কালেকশন নিয়ে হাজির হলো রচনাস ক্রিয়েশন। আবার নিজের এই ব্যবসার প্রচারের উদ্দেশ্যে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ ভালই ছবি পোস্ট করছেন। এর আগে অভিনেত্রীকে দেখা গিয়েছিল একটি সবুজ রঙের মসলিনের জামদানি পরে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী।
আমরা সকলেই জানি কালো সঞ্চালিকা প্রিয় রং গুলির মধ্যে একটি। এবার আবারো একবার অভিনেত্রীকে দেখা গেল কালো আর গোল্ডেন কালারের সিল্ক জামদানিতে। জামদানি আমাদের বাংলার একটি ট্রেডিশনাল শাড়ি। তারমধ্যে আধুনিকতার বেশ ভালো রকম মেলবন্ধন ঘটিয়েছেন সঞ্চালিকা। এদিন অভিনেত্রীর শাড়িতে দেখা গেলো পারসি ঘরার কাজ। যা মূলত এক অন্যমাত্র দিয়েছে এই সিল্ক জামদানিকে। এই শাড়ির সঙ্গে নিজের সাজ কম্প্লিট করতে রচনা বেছে নিয়েছেন কালো চুড়ি, গলায় বিডসের হার, ঝোলা দুল এবং কালো টিপ। এই নতুন সাজে একের পর এক পোজ দিয়েছেন সঞ্চালিকা। তাঁর রূপের দিক থেকে যোগ ফেরানো অসম্ভব হয়ে যাচ্ছে দর্শকের।
তবে চাইলে আপনারাও এই শাড়িতে সেজে উঠতে পারেন। রচনাস ক্রিয়েশনে এই শাড়ির দাম কত জানেন? কালোর উপরে গোল্ডেন রঙের কাজ করা এই স্কেলকে জামদানির দাম ৫২০০ টাকা। কি ভালোমতো চোখ কপালে উঠলো তো? তবে নতুনরূপে সাজতে হলে এইটুকু টাকা তো দিতেই হবে।
Comments are closed.