বিধানসভা ভোটের মুখে উত্তরপ্রদেশে ফের বড় ধাক্কা খেল বিজেপি। বুধবার ফের মন্ত্রীসভা থেকে ইস্তফা দিলেন এক মন্ত্রী।এদিন পদত্যাগ করেন দারা সিংহ চৌহান। দলত্যাগের জল্পনা বাড়িয়ে ইস্তাফার পরেই এদিন তিনি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন।
মঙ্গলবারই শ্রমমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন, স্বামীপ্রসাদ মৌর্য। বিজেপিও ছেড়েছেন তিনি। সেই সঙ্গে তাঁর সঙ্গে দল ছেড়েছেন তিন বিজেপি বিধায়ক। যা নিয়ে উত্তাল উত্তরপ্রদেশের বিজেপি। আর এর মধ্যেই এদিন ফের নতুন করে যোগী সরকারের অস্বস্তি বাড়িয়ে মন্ত্রীপদ ছাড়লেন দারা সিংহ।
স্বামীপ্রাসাদের মতোই যোগী সরকারের বিরুদ্ধে একই অভিযোগে সরব হয়েছেন তিনি। এদিন সাংবাদিকদের তিনি বলেন, যেই দলিত পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর মানুষের ভোটে বিজেপি সরকার তৈরি করেছে। তাদেরই পাঁচ বছর ধরে বঞ্চিত করেছে বিজেপি। আমি একাধিকবার বলা সত্ত্বেও আমার কথা শোনা হয়নি। ২০১৫ সালে বিজেপিতে যোগ দেন দারা সিংহ চৌহান। ২০১৭ সালে রাজ্যের বন মন্ত্রী হন তিনি।
উল্লেখ মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে স্বামীপ্রসাদও বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, যোগী সরকার দলিত,পিছিয়ে পড়া মানুষদের বঞ্চিত করেছে।
Comments are closed.