ওড়িশায় ফের রুশ নাগরিকের রহস্য মৃত্যু। এবার দেহ মিলল জাহাজে। গত ১৫ দিনের মধ্যে এই নিয়ে তিন জন রুশ নাগরিকের অস্বভাবিক মৃত্যুর ঘটনা ঘটল ওড়িশায়। ধারাবাহিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য। একের পর এক রুশ নাগরিকের মৃত্যুতে কি কোনও আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে? তেমনটাই জল্পনা দানা বেঁধেছে।
স্থানীয় পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম মিলিয়াকভ সেরগেই। এক জাহাজের কক্ষ থেকে তাঁর দেহ মিলেছে। ‘এমবি আলদনাহ’ নামে ওই জাহাজটি জগৎসিংহপুরের পারাদ্বীপ বন্দরে নোঙর করা ছিল। ৫১ বছর বয়সি সেরগেই ওই জাহাজের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। জাহাজটি মুম্বাই থেকে পারাদ্বীপ হয়ে বাংলাদেশের চিটাগাং যাচ্ছিল। এদিন ভোর সাড়ে চারটে নাগাদ ওই জাহাজেরই এক ঘর থেকে সেরগেইয়ের দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে এখনও কিছু জানা যায়নি।
উল্লেখ্য এর আগে ২৪ ডিসেম্বর রাশিয়ার নাগরিক এবং সে দেশের সাংসদ ৬৫ বছর বয়েসি পাভেল আন্টভের মৃত দেহ পাওয়া যায় ওড়িশার এক হোটেলে। তার আবার দু’দিন আগে পাভেলের বন্ধু ভ্লাদিমির বিদেনভের মৃত দেহ উদ্ধার হয় ওই হোটেলে। ইতিমধ্যেই জোড়া মৃত্যু রহস্যের তদন্ত শুরু করেছে ওড়িশার পুলিশ। এই মধ্যেই তৃতীয় রুশ নাগরিকের দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
Comments are closed.