ঘূর্ণিঝড় মোকা কোমর বাঁধছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। সোমবারই ঝড়ের সম্ভাব্য গন্তব্য বোঝা যাবে বলে হাওয়া অফিসের অনুমান। তবে এসবের মধ্যেই ফের একবার তীব্র গরমের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে। শুধু তাই নয়, পশ্চিমের কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিও পেরিয়ে যেতে পারে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মোকার পরোক্ষ প্রভাবে সোমবার থেকেই বেশ অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে পারদ ক্রমশ চড়বে। শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনও সম্ভবনা নেই। যার জেরে গরমের তীব্র অস্বস্তি জারি থাকবে। মঙ্গলবারের মধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি বেড়ে যাবে।
এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিমপঙ জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দুই দিনাজপুর, মালদহ সহ বাকি জেলায় বৃষ্টির কোনও সম্ভবনা নেই। উল্টে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে।
Comments are closed.