রেলপথে জুড়ে গেল আগরতলা-কলকাতা, সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আগরতলা-কলকাতা ট্রেনের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সাহাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গুয়াহাটি-কলকাতা-গুয়াহাটি ট্রেনের আগরতলা পর্যন্ত সম্প্রসারণ এবং আগরতলা-জিরিবাম-আগরতলা জন শতাব্দী এক্সপ্রেসের খোংসাং পর্যন্ত সম্প্রসারণের সূচনা করেন।

ট্রেনগুলিতে ১৪ টি কামরা থাকবে। আগরতলা- কলকাতা এক্সপ্রেস প্রতি বুধবার আগরতলা থেকে সকালে ছাড়বে। বৃহস্পতিবার সেই ট্রেন কলকাতায় পৌঁছাবে। অন্যদিকে প্রতি রবিবার কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে এই ট্রেন। মঙ্গলবার ওই ট্রেন আগরতলায় পৌঁছাবে।

বুধবার ত্রিপুরাতে দুদিনের সফরে গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার কলকাতা-আগরতলা পর্যন্ত ট্রেনের সম্প্রসারণের সূচনা করেন তিনি।

Comments are closed.