আগ্রা জেলার নাম বদলে আগ্রাবন, এলাহাবাদের পর ফের নাম বদলের পথে যোগী আদিত্যনাথ

নামে কী বা আসে যায়, কাজই আসল- এই আপ্তবাক্যে বিশ্বাসী নন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাই গত বছর এলাহাবাদের নাম বদল করে নতুন নাম দিয়েছেন প্রয়াগরাজ। মুঘলসরাই স্টেশনের নাম ছেঁটে করা হয়েছে দীনদয়াল উপাধ্যায়। এবার যোগী আদিত্যনাথের চোখ তাজমহলের শহর আগ্রায়। উত্তরপ্রদেশ সরকার আগ্রা জেলার নাম বদলে ‘আগ্রাবন’ রাখতে চায়। এই নাম পরিবর্তনের বিষয়ে পরামর্শের জন্য আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে তৈরি হয়েছে বিশেষজ্ঞ কমিটি। আগ্রার ঐতিহাসিক দিকগুলি খতিয়ে দেখছে ওই কমিটি। দেখা হচ্ছে আগ্রার নামকরণের পিছনে মোঘল সম্রাটের হাত ছিল কি না। মুখ্যমন্ত্রী আদিত্যনাথের নির্দেশ মেনে আগ্রার সম্পূর্ণ ইতিহাস অনুসন্ধানে আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আদাজল খেয়ে লেগে পড়েছে বলে খবর। যোগী সরকারের ঘোর বিশ্বাস, আগ্রার নাম আগে ছিল আগ্রাবন। কিন্তু মোঘলরাই সেই নাম বদলে ফেলে আগ্রা করেছেন। তাই আগ্রার নাম বদলে আদি নাম ‘আগ্রাবন’ করতে দৃঢ়প্রতিজ্ঞ যোগী আদিত্যনাথ। কোন সময়ে এবং কোন পরিপ্রেক্ষিতে আগ্রাবনের নাম বদল হয়েছে তা নিয়ে খুঁটিয়ে গবেষণার নির্দেশ দিয়েছে যোগী সরকার।
এর আগে ২০১৮ সালে মুঘলসরাই জংশন ও এলাহাবাদের নাম বদল করে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। যোগী আদিত্যনাথদের যুক্তি, এলাহাবাদের আদি নাম ছিল প্রয়াগ। কিন্তু ১৫৭৫ সালে মোঘল সম্রাট আকবরের আমলে এর নাম হয়ে যায় এলাহাবাদ। একইভাবে মুঘলসরাই জংশনের নাম বদল হয়েছিল। তাই মুঘলসরাই জংশনের নাম বদলে আরএসএস ভাবাদর্শী দীনদয়াল উপাধ্যায়ের নামে হয়ে যায় ‘দীনদয়াল উপাধ্যায়’ স্টেশন আর এলাহাবাদের নাম হয় প্রয়াগরাজ। এবার আগ্রার নাম ‘শুদ্ধিকরণ’ করে আগ্রাবন করার পথে যোগী সরকার।

 

Comments are closed.