অন্য হিরো দের মতন না! সুপারস্টার জিৎ আলাদাই একজন মানুষ, দেশ প্রেমিক! জাতীয় পতাকা নিয়ে ছবি দিতে বাহবা নেটিজেনদের
মাঝে আর মাত্র একটা দিনের অপেক্ষা, রাত পোহালেই শুরু হয়ে যাবে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন। এ বছর ভারত ৭৫তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছে। আর তারই তোরজোর শুরু হয়ে গেছে চারিদিকে। শেষ কিছুদিন ধরেই চলছে প্রস্তুতি। এ বছর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সকলকে অনুরোধ জানিয়েছেন যাতে সকলেই তাদের বাড়িতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। আর নরেন্দ্র মোদি ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই টলিউডের সুপারস্টার জিৎ এর সোশ্যাল মিডিয়া একাউন্টে দেখা গেল ভারতের জাতীয় পতাকার ছবি। জাতীয় পতাকা হাতে একটি ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন অভিনেতা।
স্বাধীনতা দিবসের আগেই নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার বদলে ফেলেছেন জিৎ। বাকি পাঁচটা সাধারন ছবির চেয়ে এই ছবি একেবারেই আলাদা। ছবিতে অভিনেতাকে সাদা ধবধবে পাঞ্জাবি পড়ে হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে দেখা গিয়েছে। ছবি পোস্ট হতেই মুহূর্তের মধ্যেই লাখ লাখ লাইক এবং কমেন্টস পড়েছে অভিনেতার ছবিতে। সকলেই অভিনেতার এই ছবির প্রশংসা জানিয়েছে কেউ লিখেছেন, ‘ভালবাসার পতাকা আর ভালবাসার মানুষ। দুজনেই সমান সুন্দর।’ কেউ আবার লিখেছেন, ‘আমার প্রিয় অভিনেতা। এই মানুষটাকে খুব শ্রদ্ধা করি’। কেউ রাজনৈতিক প্রসঙ্গ টেনে কটাক্ষ ছুঁড়েছেন, ‘অনেকে আবার চটি চাটছে দাদা। কিন্তু তুমি আলাদাই একটা মানুষ।’ টলিউডের এমন একজন মানুষ যে যিনি বরাবরই নিজের অভিনয় এবং কাজের মাধ্যমে নেটিজেনদের মন জয় করে নিয়েছে। তাদের নজর কেড়ে নিয়েছেন, এবারও তার অন্যথা হলো না।
উল্লেখ্য কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে আয়োজিত হয়েছিল বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে মহানায়ক এবং মহানায়িকা সম্মান পেয়েছিলেন সোহম চক্রবর্তী এবং নুসরাত জাহান। কিন্তু সেখানে কোনরকম সম্মান পাননি অভিনেতার জিৎ। টলিউডের সুপারস্টার বলা হয় তাকে আর তাকেই কিনা তার প্রাপ্ত সম্মান থেকে বঞ্চিত করা হলো? এই নিয়েই কটাক্ষ করেছিলেন একাংশ নেটিজেনরা। তাদের দাবি সোহম যদি মহানায়ক সম্মান পাওয়ার যোগ্য হয় তাহলে জিৎ কি?
তাকে কেন কোন সম্মান দেয়া হলো না? জিৎ তো বহুবছর ধরে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছে। শুধুমাত্র যুক্ত রয়েছে বললে বলা ভুল হবে তার ঝুলিতে রয়েছে সুপারহিট একাধিক ছবি, অসংখ্য ভালো ছবিতে অভিনয় করেছেন জিৎ। নুসরাত জাহানের থেকে কয়েক অংশ গুনে শ্রেষ্ঠ তিনি। শুধুমাত্র রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকায় কি নিজের সম্মান থেকে বঞ্চিত হলেন অভিনেতা? এই নিয়ে উঠেছিল হাজারো প্রশ্ন। তবে এই নিয়ে কোনরকম মন্তব্য করতে শোনা যায়নি জিৎ কে। তিনি বরাবরই অভিনয় এবং রাজনৈতিক জীবন দুটোকে আলাদা ভাবে রেখেছেন। রাজনৈতিক ময়দানে তাকে দেখাই যায় না। এই বিষয়ে নিয়ে তিনি কখনোই সরাসরি কোন সাক্ষাৎকারে আলোচনাও করেননি।
Comments are closed.