অবশেষে কেন্দ্রের ছাড়পত্র মিলেছে। প্রস্তুতিও প্রায় সারা। সব ঠিক থাকলে শীঘ্রই বালুরঘাট বন্দরে প্লেন ওঠা-নামা শুরু হয়ে যাবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে দক্ষিণ দিনাজপুর প্রশাসন। নতুন বছরেই পশ্চিমবঙ্গ আরও একটি এয়ারপোর্ট পেতে চলেছে।
৫০ একর বিস্তীর্ন জমি নিয়ে তৈরি এই এয়ারপোর্টে শেষ প্লেন চলাচল করেছে আশির দশকে। তারপর থেকে এটি জরাজীর্ন অবস্থাতেই পড়েছিল। এয়ার স্ট্রিপ, প্যাসেঞ্জার লাউঞ্চ, এয়ার ট্রাফিক সহ একটি এয়ারপোর্টের জন্য প্রয়োজনীয় সমস্ত সুবিধা থাকলেও দীর্ঘদিন ধরেই এটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনেই দাবি ছিল, বালুরঘাট এয়ারপোর্টে ফের পরিষেবা শুরু হোক। এয়ারপোর্ট চালু করতে উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের পূর্ত দফতরের তরফে বিমানবন্দরটি সংস্কারের কাজ শুরু হয়। দীর্ঘদিনের অব্যবহিত রানওয়ে ভেঙে পড়েছিল। রানওয়ে সংস্কার থেকে শুরু করে নতুনভাবে এয়ারপোর্টটিকে সাজিয়ে তোলার উদ্যোগ নেয় রাজ্য সরকার।
২০২২ সালে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া, রাজ্যের পরিবহন দফতর এবং জেলা ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা যৌথভাবে বিমানবন্দরটি পরিদর্শন করে। সেই সময়ে এখানকার ১৩৮০ মিটার রানওয়েকে বাড়িয়ে ১৮০০ মিটার করা হয়। অন্যান্য সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেলেও কেন্দ্রের ছাত্রপত্রের অপেক্ষা ছিল। জেলা প্রশাসন সূত্রে খবর, সেই জটিলতা কেটেছে। রাজ্য প্রশাসনের আশা, সব ঠিক থাকলে কয়েক মাসের মধ্যেই বালুরঘাট এয়ারপোর্ট থেকে বিমান চলাচল শুরু হয়ে যাবে।
Comments are closed.