লাইট অ্যান্ড সাউন্ড শো সহ একগুচ্ছ চমক, প্রবেশ মূল্য কত? রইল আলিপুর মিউজিয়ামের খুঁটিনাটি 

দেশের স্বাধীনতা সাংগ্রামের ইতিহাসের একটি প্রত্যক্ষ দলিল আলিপুর জেল। দেশের বীর বিপ্লবীদের কথা জানান দিতে আলিপুর জেলকে মিউজিয়াম করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। বুধবারই সেই মিউজিয়ামের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, পুজোর আগেই সাধারণের জন্য আলিপুর মিউজিয়াম খুলে দেওয়া হচ্ছে। যা পর্যটকদের পাশপাশি ইতিহাস প্রেমীদের জন্যও সুখবর। 

দেশের স্বাধীনতা সাংগ্রাম, ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে থাকছে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো। উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী এ কথা জানিয়েছিলেন। জানা গিয়েছে, ওই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। এছাড়াও শুধু মিউজিয়ামে প্রবেশের জন্য ৩০ টাকার একটি টিকিট কাটতে হবে। তবে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে মিউজিয়াম ঘুরে দেখতে পারবে। 

নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে জহরলাল নেহেরু,দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সহ বহু স্বাধীনতা সংগ্রামী এই জেলে বন্দি ছিলেন। দীনেশ গুপ্তের মতো অনেক বিপ্লবই আলিপুর সংশোধনাগারে ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছেন। সেদিক থেকে এই মিউজিয়াম ঘুরে দেখা প্রতীক্ষদর্শীদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে। জানা গিয়েছে, মিউজিয়ামের ভিতরেই থাকছে আধুনিক ক্যাফেটেরিয়া, রেস্তোরাঁ। 

Comments are closed.