অবশেষে বাংলা থেকে বিদায়ের পথে বর্ষা? আগামী সপ্তাহ থেকেই বৃষ্টির পরিমাণ কমবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে, কালীপুজোর আগে ঘুর্ণিঝড়ের আশঙ্কার মেঘও অনেকটাই সরেছে বলে হওয়া অফিস জানাচ্ছে।
শনিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলে হয়েছে, আগামী ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। এবং আগামী সপ্তাহের শেষের দিকে বর্ষা প্রায় পুরোপুরি বিদায় নেবে। যদিও এই ক’দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। শনি এবং রবিবারও দক্ষিণবঙ্গে দু’এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে এই কদিন উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে বলে জানা গিয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পিঙ, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। তবে বৃষ্টি কমলেও বাতাসে আদ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি থাকছেই।
Comments are closed.