ভোরের দিকে শীতের ভাব থাকলেও বেলা বাড়তেই উধাও, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

ভোরের দিকে শীতের ভাব থাকলেও বেলা বাড়তেই উধাও। একটু বেলা গড়াতেই রোদের তেজ। আগামী কয়েকদিন এই রকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। জলীয় বাষ্প কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে এখন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ৪ ও ৫ তারিখ দার্জিলিং ও আলিপুরদুয়ারে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত।এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতের আমেজ ভাল করে অনুভূত হতে পারে কলকাতায়। আগামী পাঁচদিন, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২২ বা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার তুলনায় কিছুটা কম থাকবে। এর আগে মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি৷ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিক৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ ছিল।

Comments are closed.