১১ রাজ্যে ভুল ভবিষ্যদ্বাণী! শাহের ২০০ আসনের দাবিকে জুমলা বলে কটাক্ষ অমিত মিত্রের
বাংলায় প্রথম দফার ভোট থেকেই বিজেপি আত্মবিশ্বাসী তাঁরা ২৯৪ এর মধ্যে ২০০ র বেশি আসনে জয়যুক্ত হয়ে বাংলা শাসন করবে
বাংলায় আসন জেতা নিয়ে অমিত শাহের দাবিকে জুমলা ভবিষ্যদ্বাণী বলে কটাক্ষ করে ট্যুইট করলেন অমিত মিত্র। বাংলায় প্রথম দফার ভোট থেকেই বিজেপি আত্মবিশ্বাসী তাঁরা ২৯৪ এর মধ্যে ২০০ র বেশি আসনে জয়যুক্ত হয়ে বাংলা শাসন করবে।
পঞ্চম দফার ভোট চলছে ৪৫ টি আসনে। শনিবার ভোট পর্ব চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খোঁচা দিয়ে তৃণমূল নেতা তথা পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র ট্যুইট করেন। সেখানে লেখেন, ভোট নিয়ে অমিত শাহের জুমলা ভবিষ্যদ্বাণী ভয়ঙ্কর ভাবে ব্যর্থ! ইতিমধ্যেই ১১ টি রাজ্যে বিজেপি হেরেছে। দিল্লিতে বলেছিলেন ৭০ এর মধ্যে ৪৫ টি আসন পাবেন, কিন্তু পেয়েছেন ৮ টি। অন্যদিকে ঝাড়খণ্ডে অমিত শাহের ভবিষ্যদ্বাণী ছিল, বিজেপি ৮১ টির মধ্যে ৬৫ টি আসন পাবে। কিন্তু সেখানে বিজেপি পায় মাত্র ২৫ টি। বাংলায় বিজেপির আসন প্রাপ্তি নিয়ে শাহকে কটাক্ষ করে অমিত মিত্র লেখেন, ওঁর মতে বিজেপি বাংলায় ২০০ র বেশি আসন পাবে। তবে সত্যিটা হল ৬০-৭০ এর বশি আসন বিজেপি পাবে না। সুতরাং বঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছেন সেই মমতাই।
Amit shah’s pole predictions a big ‘Jhumla’! FAILED in 11 States.For Delhi,he said 45/70 seats,GOT only 8. Jharkhand 65/81 GOT 25. When he says 200 seats in Bengal, by his OWN prediction average, HE REALLY MEANS 60-70 seats for BJP. So, Mamata will be back with a bang, a la Shah.
— Dr Amit Mitra (@DrAmitMitra) April 17, 2021
ভোটের শুরু থেকেই বিজেপির দাবি তারা ২০০ আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে। যদিও তৃণমূল সেই দাবি মানতে নারাজ। উল্টে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফিরবেন বলে আত্মবিশ্বাসী মমতা ব্যানার্জি।
Comments are closed.