ছ’মাস কেটে গেছে একটিও জিএসটি কাউন্সিলের বৈঠক হয়নি। তাই অবিলম্বে বৈঠক ডাকার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
সাংবিধানিক নিয়মানুযায়ী, প্রতি তিনমাস অন্তর জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকতে হয়। শেষ বৈঠক হয়েছিল গত বছর অক্টোবর মাসে। এরপর ভার্চুয়াল বৈঠকেরও আয়োজন করেনি কেন্দ্র।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সংবিধানের ২৭৯ এ অনুচ্ছেদ উল্লেখ করে ভবিষ্যতে নিয়মিত বৈঠক ডাকার আবেদন জানালেন বাংলার অর্থমন্ত্রী।
বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র চিঠিতে লিখেছেন, সংবিধানের ২৭৯ এ অনুচ্ছেদে লেখা রয়েছে, প্রতিটি অর্থবর্ষে অন্তত ত্রৈমাসিক সময়কালে একবার করে বৈঠকে বসবে পরিষদ। অমিতের দাবি, এমনটা না হলে তা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর নীতি বিরোধিতা।
চিঠির শেষে তিনি উল্লেখ করেছেন, রাজ্যের প্রাপ্য জিএসটির ক্ষতিপূরণ খাতে ঘাটতি ১.৫৬ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে সেই ঘাটতির পরিমান আরও বেড়ে গিয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার দাবি জানিয়ে নির্মলার উপর সরাসরি চাপ তৈরি করে রাখলেন বাংলার অর্থমন্ত্রী। সেই সঙ্গে জানিয়ে দিলেন, রাজ্যের বকেয়ার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধির কথাও। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্ত্রক কী উত্তর দেয় সেটাই দেখার।
Comments are closed.