ত্রিপুরা নিয়ে আলোচনায় রাজি হলেন অমিত শাহ। বিকেল ৪ টায় তৃণমূল সাংসদদের সময় দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দেখা করবেন ১৭ জন তৃণমূল সাংসদের জন্য। অমিত শাহের বাড়িত যান তৃণমূল সাংসদরা
ত্রিপুরায় গুণ্ডারাজ চলছে। তৃণমূল নেতা কর্মীদের মারধর করছে বিজেপি। বাধা দেওয়া হচ্ছে প্রচারে। অভিষেক ব্যানার্জির জনসভায় অনুমতি দেওয়া হয়নি। রবিবার তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করা হয়।
এর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তৃণমুল সাংসদরা। এই প্রসঙ্গে টুইট করেন ডেরেক ও ব্রায়েন। তিনি লেখেন, ‘আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করছি’, কিন্তু অমিত শাহ সময় না দেওয়ায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সাংসদরা অমিত শাহের দফতর নর্থ ব্লকের সামনে বিক্ষোভ দেখায়। অবশেষে সময় দিলেন অমিত শাহ।
Comments are closed.