ক্ষমতায় এলে সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন, সাগর থেকে প্রতিশ্রুতি অমিত শাহের
অভিনেতা হিরণ যোগ দিলেন বিজেপিতে
এতদিন প্রতিটি সভা থেকে অমিত শাহ তৃণমূলকে দুর্নীতি ইস্যুতে তীব্র আক্রমণ করেছেন। সাগরের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে, সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন লাগু করবে বিজেপি সরকার। পাশাপাশি এদিন পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গও তোলেন তিনি। বিজেপি সরকার তৈরীর পরে, পার্শ্বশিক্ষকরা যাতে তাঁদের যথাযথ প্রাপ্য পান সে বিষয়ে কমিটি তৈরী করা হবে। এছাড়াও কিষাণ সম্মান নিধির মত, রাজ্যের চার লক্ষ্য মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবী সম্মান নিধি বাবদ বছরে ছয় হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন শাহ। গঙ্গা সাগরে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, দক্ষিণ ২৪ পরগনায় সি ফুড প্রসেসিং হাবের কোথাও ঘোষণা করেন তিনি।
আগের সভা গুলির মত এদিনের জনসভা থেকেও তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন তিনি। বলেন, বিজেপি ক্ষমতায় এলে আম্ফানে দুর্নীতিগ্রস্তদের তদন্ত করা হবে। পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ, তোলাবাজি নিয়েও সোচ্চার হন তিনি। তাঁর বক্তব্যে এদিনও অভিষেক ব্যানার্জির প্রসঙ্গ উঠে আসে। শাহ বলেন, প্রধানমন্ত্রী যেখানে সবার কল্যাণের কথা ভাবেন, সেখানে তৃণমূল সরকার শুধু ভাইপোর কল্যাণের কথাই ভাবে। সাগরের সভায় দাঁড়িয়ে শাহের হুঁশিয়ারি, ভোটের দিন রাস্তায় তৃণমূলের কোনো গুন্ডাকে তিনি বেরোতে দেবেন না। এদিনের সভার শুরুতে সভায় উপস্থিত কয়েকজন মহিলা শাহকে কালো পতাকা দেখান। অমিত শাহের উপস্থিততে এদিন বিজেপিতে যোগ দেন অভিনেতা হিরণ। সাগরের সভায় অমিত শাহ বলেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূলের সরকারকে বাংলার মানুষ দেখেছে, নরেন্দ্র মোদীকে একবার সুযোগ দেওয়া হোক। তাঁর দাবি পাঁচ বছরে বাংলাকে পুনরায় সোনার বাংলায় রূপান্তরিত করবে বিজেপি।
Comments are closed.