কোচবিহারে শাহি সভার মাঠ ছয়লাপ প্রতিশ্রুতি পূরণ হয়নি পোস্টারে!

কোচবিহারে জনসভা শেষে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে বিজেপির চতুর্থ পরিবর্তন যাত্রার সূচনা করলেন অমিত শাহ। জনসভা থেকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। কিন্তু তাল কেটেছে এক জায়গায়। 

বৃহস্পতিবার সকাল থেকেই রাসমেলা ময়দানে মানুষ আসতে শুরু করেন। তখনই দেখা যায় সভার মাঠের আশেপাশে ঝুলছে বেশ কিছু ফ্লেক্স। তাতে নাম নেই কোনও সংগঠনের। ফ্লেক্সে লেখা গত লোকসভার ভোটের আগে নারায়ণী সেনা গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। কোচবিহার বিমানবন্দর নিয়েও প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি সরকার। সেই দাবি পূরণের জন্যই এই ফ্লেক্স। এই ঘটনায় TMC-কে কাঠগড়ায় তুলেছে BJP। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি বিজেপি লোকসভার আগে জে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল তার জবাবডিহি তো মানুষের কাছে করতে হবে। তবে এর সঙ্গে দলের কোনও যোগ নেই। ঘটনায় অমিত শাহের সভা শুরুর আগে উত্তেজনা তৈরি হয়।

Comments are closed.