পাখির চোখ উত্তরবঙ্গ! রাজ্যসভায় বিজেপি প্রার্থী করল কোচবিহারের অনন্ত মহারাজকে

পঞ্চায়েত আবহেই শুরু হয়েছে রাজ্যসভার নির্বাচনের প্রস্তুতি। ইতিমধ্যেই তৃণমূল তাদের ছয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। এবার বিজেপিও প্রার্থীর নাম ঘোষণা করল। বুধবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়, পশ্চিমবঙ্গ থেকে এবারে রাজ্যসভার উচ্চ কক্ষের জন্য লড়বেন অনন্ত মহারাজ। বিজেপি যে অনন্ত মহারাজকে প্রার্থী করবে তা নিয়ে দীর্ঘ দিন ধরেই জল্পনা চলছিল। এবার তাতেই সিলমোহর পড়ল। 

পঞ্চায়েতের ভোট গণনার মধ্যেই কোচবিহারে অনন্ত মহারাজের বাড়ি যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বিজেপির প্রস্তাবে অনন্ত মহারাজ রাজি হয়েছেন বলে কেন্দ্রীয় মন্ত্রী জানান। 

‘গ্রেটার কোচবিহার’ আন্দোলনের মুখ অনন্ত মহারাজ। রাজনৈতিক মহলের একাংশের মতে রাজবংশি সম্প্রদায়ের মধ্যে অনন্ত মহারাজের প্রভাব রয়েছে। তাঁকে প্রার্থী করা হলে লোকসভায় তার ফল পেতে পারে গেরুয়া শিবির। এছাড়াও বরাবরই অনন্ত মহারাজ বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও একাধিকবার দেখা করছেন। অনন্ত মহারাজ বিজেপির হয়ে উত্তরবঙ্গকে কতটা প্রভাবিত করতে পারে এখন সেটাই দেখার। 

Comments are closed.