GTA নির্বাচনে দাপট দেখাল অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ৪৫ টি আসনের মধ্যে ২৭টি পেয়েছে অনীত থাপার দল। এদিকে GTA নির্বাচনেও ভোট বাক্সে ছাপ ফেলল তৃণমূল। ১০ টি আসনে লড়াই করে ৫ টি আসনে জয়ী হয়েছে ঘাসফুল শিবির। অন্যদিকে অজয় এডিওয়ার্ডের হামরো পার্টি ৮টি আসনে জয়ী হয়েছে। সেই সঙ্গে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ৫ টি আসনে। ডালির ৪ নম্বর আসন থেকে তৃণমূল প্রার্থী বিনয় তামাং জয়ী হয়েছেন।
এদিন দার্জিলিং, কালিম্পিঙ এবং কার্শিয়াং মিলিয়ে তিনটে জায়গাগায় GTA নির্বাচনের ভোট গণনা হয়। ১ থেকে ১৭ নম্বর আসনের ভোট গণনা হয় দার্জিলিংয়ে, ১৮ থেকে ৩২ নম্বর কার্শিয়াং-এ বাকি ৩৩ থেকে ৪৫ নম্বর আসনের ভোট গণনা হয় কালিম্পিঙ জেলায়।
অন্যদিকে শিলিগুড়ি পুরসভার পর শিলিগুড়ি মহকুমা পর্ষদেরও দখল নিল তৃণমূল। ২২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২০টি’তেই জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা। ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনের মধ্যে ৩১১ টি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। বিজেপির দখলে ৭৪টি গ্রাম পঞ্চায়েত, কংগ্রেস জিতেছে ১৬ টি এবং সিপিএম ১২ টিতে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মহকুমা পর্ষদের ভোটে ১০ টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থী।
Comments are closed.