শহরে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক জনের। নাম সুব্রত সরকার, বয়স ৬১। কলকাতা পুরনিগমের ১১৩ নম্বর ওয়ার্ডের বাঁশদ্রোনীর বাসিন্দা তিনি। গত বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন তিনি। ডেঙ্গি ধরা পরতেই তাঁকে ভর্তি করা হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। সোমবার প্লেটলেট কমে দাঁড়ায় ২৫ হাজার। বেসরকারি হাসপাতালের তরফে বলা হয়েছে, ভর্তি থাকাকালীন একবার তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল। ডেঙ্গি আক্রান্ত নাকি হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু, খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা।
বুধবার রাজ্যে ফের বাড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬৫ জন। রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ৬০৪ জন রোগী এখনও সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যেভাবে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণ, উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা, সল্টলেক, দক্ষিণ দমদম, টিটাগরের বিস্তীর্ণ এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও বেশি। এছাড়াও উত্তর ২৪ পরগনার কিছু দেগঙ্গা, বারাসাত ব্লক ১, স্বরূপনগর এই সমস্ত এলাকাতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে।
Comments are closed.