সিকিমে ফের ধস। দক্ষিণ সিকিমের নামচির ইয়াং ইয়াং এলাকায় ধস নামে। ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ৭০ টি পরিবারকে। চিন্তায় রয়েছেন দক্ষিণ সিকিমে থাকা পর্যটকরা।
১৪ মাইল, সিংটাম ও মাখা রোডের মধ্যে ঘাটে খোলসা, পাকিয়ং-রংলি, ২০ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়ক, নমক খোলা, চুংথাং-লাচুং, চুংথাং-লাচেন, মঙ্গন-চুংথাং, নামচি-জোরথাংগামী রাস্তা বন্ধ রয়েছে। এর জেরে আতঙ্কে রয়েছেন পর্যটকরা।
সিকিমে শুরু হয়েছে বৃষ্টিপাত। সেই বৃষ্টির জেরে ধস নামে। তবে আগামী কয়েকদিন আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে মৌসম ভবন। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলেই জানা গিয়েছে।
১৯৬০ সাল থেকে সিকিমের ইয়াং ইয়াং এলাকায় ধস নামে। এরপর দক্ষিণ সিকিমের এই এলাক ধসপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ২০২১ সালেও ধস নেমেছিল। ধসের ফলে একাধিক বাড়ির ক্ষতি হয়েছিল। এরপর অক্টোবর মাসে ধস নামে সিকিমে। সেনার সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়। লাচেন, লাচুং, চুংথাং এলাকা থেকে পর্যটকদের গ্যাংটকে নিরাপদে নামিয়ে আনা হয়। সিকিম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওই এলাকা মেরামতি করা হলেও বারবার ধস নামে। গত রবিবার থেকেই দক্ষিণ সিকিমে শুরু হয়েছিল ঝড়-বৃষ্টি। সেই বৃষ্টির জেরে ধস নামে।
Comments are closed.