টলিউড জগতের বড় পর্দার তারকাদের বাদ দিয়ে এবার পূজোর উদ্বোধনী করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাই! ঋষি, মিঠাই, খড়ি আরো বাকিরা কে কত পারিশ্রমিক নিচ্ছেন? ভাইরাল রেট চার্ট
আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন। তারপরেই মহালয়া। মুখ্যমন্ত্রীর শোভাযাত্রার মাধ্যমে সেপ্টেম্বর মাস থেকেই পুজো শুরু করলেও আসল আমেজ কিন্তু আসে মহালয়া থেকে। আবার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজো। বাঁশ বাধা প্যান্ডেল তৈরি সবই চলছে একদম তাড়াহুড়ো করে। তবে বড় বড় পূজোয় কম্পিটিশন থাকে নিজেদের মধ্যেই। কে কত ভালো করে পুজো করতে পারে, উদ্বোধনীতে কে কত বড় সেলিব্রেটিদের আনতে পারেন? এমনই নানা ধরনের কম্পিটিশনে মেতে থাকেন কলকাতার বড় বড় ক্লাব গুলি। মূলত এই প্রতিযোগিতা অলিখিত হলেও চোখের সামনে দেখতে পাওয়া যায় তাঁদের আরম্ভ।
যে ক্লাবের পুজো যত বড় হবে তাঁর নাম তত বেশি। আবার যেই ক্লাবে যত বড় সেলিব্রেটি আসবেন সেই ক্লাবের নাম তত বিখ্যাত হবে। যদিও ইচ্ছে করলেই এই ক্লাবগুলি সেলিব্রিটিদের নাগাল পান না। বেশ কাঠখড় পুড়িয়ে তবেই পাওয়া যায় তাঁদের। কিন্তু তারপরেই থাকে তাঁদের পারিশ্রমিক। যে মানুষের মধ্যে যত বেশি জনপ্রিয় তাঁর পারিশ্রমিক তত বেশি। কেউ হাজারেই খুশি আবার কেউ লাখ ছুঁয়ে যান। তাই একসাথে অনেক কিছু ব্যাপারকে মাথায় রেখেই তৈরি করতে হয় পূজোর বাজেট।
বাজেটের কথা যখন উঠলোই তখন বলি গত দু’বছর ধরে করোনা পরিস্থিতির কারণে এত বড় করে পালিত হতে পারেনি দুর্গোৎসব। তাই এই বছর দুর্গোৎসব পালিত হবে বাংলার সবথেকে বড় মহোৎসব হিসেবে। এবার যত বড় প্যান্ডেল যত বড় পুজো তার সঙ্গে সেলিব্রেটিও আনতে হবে ঠিক ততটাই উচ্চতার। কিন্তু এদিকে বড় পর্দার সেলিব্রেটিরা বর্তমানে কেউই আর প্যান্ডেলে এসে ফিতে কাটতে রাজি হন না। সকলেই এখন যে যার কাজে ব্যস্ত নয়তো কোন না কোন রাজনৈতিক জলের সঙ্গে যুক্ত। সে কারণে ফিতে কাটার পাঠ তাঁরা একেবারে চুকিয়ে দিয়েছেন। সেই জন্যই এই বড় বড় ক্লাবগুলি ছোট পর্দার জনপ্রিয় সেলিব্রিটিদের আনার চেষ্টা করেন।
বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় সেলিব্রিটিদের মধ্যে বেশ কয়েকটি নাম জ্বলজ্বল করছে স্বর্ণাক্ষরে। তাঁদের মধ্যে মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু সব থেকে বেশি জনপ্রিয় নাম। তারপরে খড়ি ওরফে সোলাঙ্কি রায়, ঋষি সেন ওরফে শন, করুণাময়ী রানী রাসমণি ওরফে দিতিপ্রিয়া, গুড্ডি ওরফে শ্যামৌপ্তি, ফুলঝুরি ওরফে মানালি, পিহু ওরফে সৃজলা এমনই আরো প্রচুর নামের লিস্ট তৈরি করা যায়। তবে এঁদেরকে আনার জন্য কিন্তু কাঠখড় খরচ করতে হয় না। একেকজনের পারিশ্রমিক শুনলে চমকে উঠবে সাধারণ মানুষ। কিন্তু ঠিক ততটাই পারিশ্রমিক দিয়ে শুধুমাত্র অনুষ্ঠানে সেলিব্রেটি আনার জন্য আনতে হয় তাঁদেরকে। নিম্নে দেওয়া হল তাঁদের প্রত্যেকের পারিশ্রমিক এর লিস্ট।
১) শন বন্দ্যোপাধ্যায় : ১,০০,০০০ টাকা
২) সৌমিতৃষা কুন্ডু : ৮৫,০০০ টাকা
৩) দিতিপ্রিয়া রায় : ৭০,০০০ টাকা
৪) দেবচন্দ্রিমা সিংহ রায় : ৪৫,০০০ টাকা
৫) মানালি দে : ৪৫,০০০ টাকা
৬) সোলাঙ্কি রায় : ৪৫,০০০ টাকা
৭) ইন্দ্রাশিস রায় : ৪৫,০০০ টাকা
৮) প্রতীক সেন : ৪৫,০০০ টাকা
৯) শ্যামৌপ্তি মুদলি : ৪০,০০০ টাকা
১০) সৃজলা গুহ : ৩৫,০০০ টাকা
১১) গৌরব রায়চৌধুরী : ৩০,০০০ টাকা
১২) অর্কজা আচার্য : ২৫,০০০ টাকা
Comments are closed.