দ্বিতীয় দফায় রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে ক্যাম্পগুলোতে যাচ্ছেন সাধারণ মানুষ। প্রথমবারের মতো এবারেও দুয়ারে সরকার রাজ্য জুড়ে তুমুল সারা ফেলেছে। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ৩ দিনে দুয়ারে সরকার ক্যাম্পে ৪৬ লক্ষের বেশি আবেদনপত্র জমা পড়েছে। রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের জন্যই শুধুমাত্র ৩০ লক্ষ আবেদন পত্র জমা পড়েছে।
এদিন নবান্নে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ব্যানার্জি। তিনি জানান, দুয়ারে সরকার সহ একাধিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। দুয়ারে সরকারের জন্য ইতিমধ্যেই রাজ্যজুড়ে ২২ হাজার ক্যাম্প চালু করা হয়েছে। তবে বর্তমানে ক্যাম্পগুলোতে অত্যাধিক ভিড়ের জন্য আরও ক্যাম্প সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে।
রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আবেদন করেন, কোভিড পরিস্থিতির জেরে ক্যাম্পে যাতে বেশি ভিড় না হয় সেদিকে খেয়াল রাখতে। ক্যাম্পগুলো এখনও একমাস চলবে বলে জানান তিনি।
রাজ্যের সম্প্রতি বন্যা পরিস্থিতি নিয়েও প্রশাসনিক বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন তিনি ফের একবার বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, সৌমেন মহাপাত্র, শিউলি সাহা, সাংসদ দেব সহ রাজ্য সরকারের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেখা করবেন।
মাদার ডেয়ারির মতো বাংলা ডেয়ারি তৈরি নিয়েও রাজ্য সরকার চিন্তা ভাবনা শুরু করেছে বলে জানান মুখ্যমন্ত্রী।
এছাড়াও এবারে রাখি বন্ধন উৎসবে করোনার জেরে রাখি পরানোর জায়গায় মাস্ক বিতরণের কর্মসূচি রাখা হয়েছে। রাজ্যের যুব কল্যাণ দফতর রাখি বন্ধন উৎসবের দিন রাজ্য জুড়ে ছয় লক্ষ মাস্ক বিতরণ করবে বলে জানান মুখ্যমন্ত্রী ।
Comments are closed.