দুয়ারে সরকার: ১০ দিনে জমা পড়ল প্রায় ৪৩ লক্ষ আবেদনপত্র, রেকর্ড গড়ল মুর্শিদাবাদ 

রাজ্যের সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধে পাইয়ে দিতে ষষ্ঠ বারের জন্য শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র গ্রহণের কাজ চলছে। ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে পরিষেবা প্রদানের কাজ। আর এই ১০ দিনে রেকর্ড সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর, এই ১০ দিনে রাজ্যজুড়ে ৪২ লক্ষ ৩৮ হাজার আবেদন পত্র জমা পড়েছে। এবং জেলা অনুযায়ী সবথেকে বেশি আবেদন পত্র জমা পড়েছে মুর্শিদাবাদ জেলায়। 

জানা গিয়েছে, জমা পড়া প্রায় ৪৩ লক্ষ আবেদন পত্রের মধ্যে ৭৫% আবেদনই খতিয়ে দেখা হয়ে গিয়েছে। এবং তার মধ্যে ৬৪% আবেদনের পরিপ্রেক্ষিতে পরিষেবা প্রদান সম্পূর্ণ হয়েছে বলেও দাবি প্রশাসনিক কর্তাদের। আরও খবর, রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির জন্যই সব থেকে বেশি আবেদন জমা পড়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আবেদন জমা পড়েছে লক্ষ্মীভণ্ডারের জন্য। এছাড়াও স্বাস্থ্য সাথী সহ অন্যান্য প্রকল্পগুলোর জন্যও ব্যাপক আবেদনপত্র জমা পড়েছে বলে দাবি নবান্নের। সব মিলিয়ে প্রশাসনের দাবি, ষষ্ঠবারের দুয়ারে সরকার শিবিরও রাজ্যের সাধারণ মানুষের মধ্যে দারুণভাবে সাড়া ফেলেছে। 

Comments are closed.