ট্রেনে ওঠার পর টিকিট নিয়ে বচসা। বচসার জেরে ভারতীয় সেনা বাহিনীর এক সদস্যকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন টিকিট পরীক্ষক। উত্তরপ্রদেশের বরেলীর এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে ওঠেন সোনু নামের ভারতীয় সেনা বাহিনীর ওই জওয়ান। ওই ট্রেনেই ওঠেন টিকিট পরীক্ষক সুপন বোর। ট্রেনের অন্যান্য যাত্রীরা জানিয়েছেন, ট্রেনে ওই টিকিট পরীক্ষক ওঠার পরেই টিকিট নিয়ে সেনা সোনুর সঙ্গে বসচা শুরু হয় সুপন বোরের। এরপর উত্তরপ্রদেশের বরেলী স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে সোনুকে ফেলে দেন সুপন বোর। ট্রেনের নীচে পা চলে যায় সোনুর। এই ঘটনার পর প্ল্যাটফর্মের অন্য যাত্রীরা সোনুকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। একটি পা বাদ যায় সোনুর। ঘটনায় ট্রেনের অন্যান্য যাত্রীরা মারধর করে টিকিট পরীক্ষক সুপনকে।
ওই টিকিট পরীক্ষকের বিরুদ্ধে বরেলী থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু ঘটনার পর টিকিট পরীক্ষক সুপন বোর নিখোঁজ রয়েছেন। এই বিষয়ে রেলের পক্ষ থেকে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করা হবে। যাত্রীদের দাবি রাজধানীর মতন ট্রেনে যদি এই ঘটনা হয়, তবে অন্য ট্রেনে কী হবে। ট্রেনে যাত্রাকালে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
Comments are closed.