জিয়াগঞ্জের ছেলের সুরের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। দেশ তো বটেই বিদেশের মাটিতেও অরিজিৎ সিংহের কনসার্ট মানেই হুলুস্থুল কাণ্ড। কয়েক হাজার শ্রোতার ভিড়। সম্প্রতি রাজ্যেও দুটি লাইভ কনসার্ট করেছেন গায়ক। যার টিকিটের মূল্য রেকর্ড গড়েছিল। কলকাতা এবং শিলিগুড়িতে কনসার্টের পর ফের রাজ্যে লাইভ গানের অনুষ্ঠান করবেন অরিজিৎ সিংহ। তেমনটাই জানা গিয়েছে।
গায়কের টিম সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী বছর জানুয়ারি মাসে কোচবিহারে কনসার্ট করবেন অরিজিৎ সিংহ। কোচবিহারের একটি সংস্থা এই শোয়ের উদ্যোক্তা। জানা গিয়েছে, গায়কের সঙ্গে ইতিমধ্যেই আয়োজকদের একদফায় আলোচনা পর্ব শেষ হয়ে গিয়েছে। গায়কের কাছ থেকে সম্মতি মেলার পরে স্থানীয় প্রশাসনের সঙ্গেও আলোচনা শুরু করেছে শোয়ের উদ্যোক্তারা।
অরিজিৎ সিংহের কমশার্ট মানেই হাজার হাজার দর্শকের ভিড়। সেক্ষেত্রে কনসার্টের জায়গা নির্বাচনও একটি ঝক্কির কাজ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোচবিহার রাজবাড়ীর পাশে রাজবাড়ী স্টেডিয়ামে কনসার্টটি হবে।
উল্লেখ্য, কয়েক দিন আগে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কনশার্ট করেছেন অরিজিৎ সিংহ। সেই অনুষ্ঠান ঘিরে কার্যত গোটা উত্তরবঙ্গ মেতে উঠেছিল। অনেকেই টিকিট না পেয়ে খালি হাতে ফিরে গিয়েছিলেন। ফের একবার উত্তরবঙ্গে অরিজিৎ সিংয়ের শোয়ের খবর প্রকাশ্যে আশায় কমসার্টের দিনের দিকে তাকিয়ে অরিজিৎ অনুগামীরা।
Comments are closed.