গ্রামের মানুষদের সুষ্ঠ চিকিৎসা পরিসেবা দিতে, ঘন্টার পর ঘন্টা অনলাইন করসার্ট করলেন অরিজিৎ, অনুদান পৌঁছবে গ্রামের হাসপাতালে

চলুন আমরা একজোট হয়ে সেই মানুষ গুলির পাশে দাঁড়াই যাঁদের সত্যি আর্থিক সাহায্যের প্রয়োজন, সঠিক চিকিৎসার দরকার রয়েছে। কিছু ফান্ড জোগাড় করার জন্য ৬ জুন, রবিবার ঠিক রাত ৮ টায় অনলাইন কনসার্ট করতে চলেছি। আমার সঙ্গে এবং পাশে থাকুন। ভরসা জোগান। এটুকুই কাম্য। এবং আপনরা আপনাদের সাধ্য মতো একটু সাহায্য করুন। গত মঙ্গলবার ত্রাণ তহবিল সংগ্রহের জন্য অনলাইন কনসার্টের পোস্টার নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন বলিউড-টলিউড কাঁপানো গায়ক অরিজিৎ সিংহ।

পরে লাইভ করেও কনসার্টের প্রমোশন করেন। কথা দিয়েছিলেন ফেসবুকে অনলাইন কনসার্ট করে যে টাকা উঠে আসবে সম্পূর্ণ অর্থ দান করবেন গ্রামের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন খাতে। সেইমতো ঠিক রবিবার রাত ৮ টায় নিজের পেজ থেকে ফেসবুক লাইভে হাজির হলেন অরিজিৎ সিংহ। রবিবার ‘গিভ ইন্ডিয়া’র সঙ্গে আয়োজিত এক অনলাইন কনসার্টে ঘণ্টার পর ঘণ্টা গান গাইলেন অরিজিৎ। দর্শকদের জন্য তাঁর গাওয়া নতুন গান ‘জানে বাঁচায়েঙ্গে’ উপহার দিলেন গায়ক। বলা বাহুল্য, দর্শকদের মন ছুঁয়ে গেছে এদিন সন্ধের অনুষ্ঠান।

করোনা পরিস্থিতে গ্রামাঞ্চলগুলির স্বাস্থ্য পরিকাঠামোর দূর্বিষহ চিত্র উঠে এসেছে বারবার। গ্রামের মানুষ যাতে চিকিৎসা খাতে সুষ্ঠ পরিবেশ পায় তাই এই অনলাইন কনসার্টের কথা ভেবেছিলেন গায়ক। অনলাইন কনসার্ট থেকে সংগৃহীত অর্থ দিয়ে গ্রামের হাসপাতালগুলির জন্য MRI, সিটি স্ক্যান-এর মতো বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি কিনবেন অরিজিৎ। মহান গায়কের এই মহান উদ্যোগে ফের একবার আপ্লুত নেটিজেনরা।

উল্লেখ, সপ্তাহখানেক আগেই মাতৃবিয়োগ হয়েছে অরিজিতের। প্রথমে অরিজিতের মায়ের কোভিড পজিটিভ ছিল। পরে থেকে সেরে ওঠেন। কিন্তু ব্রেন স্ট্রোকে মৃত্যু হয় গায়কের মা অদিতি সিংহের। এরপর নিজের এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দফতরকে পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন তুলে দেন অরিজিৎ।

Comments are closed.