ভ্যালেন্টাইন্স ডে দোরগোড়ায়। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মানুষ যখন নিজেদের প্রিয়জনের জন্য কিছু করতে চায় সেই সময় অন্য রাস্তায় হাঁটলেন অর্জুন কাপুর। ১০০ জন ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন বলিউড অভিনেতা। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হান্ডেলে একটি ভিডিও শেয়ার করে অর্জুন কাপুর এমনটাই জানালেন।
View this post on Instagram
সম্প্রতি, “Cancer Patient Aid Association” এর সঙ্গে যুক্ত হয়েছেন অর্জুন কাপুর। ওই সংস্থার 100 জন ক্যান্সার আক্রান্ত মানুষের কেমোথেরাপি থেকে শুরু করে রেডিওথেরাপি, এছাড়াও রোগীদের জন্য যা যা করণীয়, সেই সবকিছুর দায়িত্ব নিলেন অভিনেতা।
ভিডিওতে অর্জুন কাপুর বললেন, করোনা এবং তার পরবর্তী লকডাউন মানুষকে অনেক কিছুই শিখিয়েছে। এই লকডাউন অনেক মানুষের রুজি রুটি কেড়ে নিয়েছে। আর এই কঠিন সময় অভিনেতা নিজের পরিচিত মহল থেকে বেরিয়ে এসে অচেনা মানুষের পাশে দাঁড়ালেন। মানুষের জন্য কিছু করতে পেরে নিজেকে নিয়ে গর্বিত অভিনেতা।
Comments are closed.