ফের দুর্ঘটনার কবলে সেনা হেলিকপ্টার। শুক্রবার সকালে অরুণাচলের আপার সিয়াং জেলার টুটিং থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সিংগিং গ্রামে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। গুয়াহাটিতে প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ দফতর জানিয়েছে, দুর্ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সড়কপথের সঙ্গে যুক্ত না হওয়ার জন্য উদ্ধারকাজে দেরি হচ্ছে বলে জানানো হয়েছে। আপার সিয়াং জেলার পুলিশ সুপার জুম্মার বাসার বলেন, যে এলাকায় এই সেনা চপার ভেঙে পড়েছে সেটি অত্যন্ত দুর্গম। ইতিমধ্য়েই উদ্ধারকারী দল সেখানে পৌঁছে গিয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজেজু দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থলের একটি ভিডিও শেয়ার করেছেন টুইটারে। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ে ঘেরা একটি গ্রাম। চারিদিকে প্রচুর গাছ। সেখান থেকে উঠছে ধোঁয়া। তিনি লেখেন, এই ঘটনায় দুঃখ প্রকাশ করছি।
Received very disturbing news about Indian Army’s Advanced Light Helicopter crash in Upper Siang District in Arunachal Pradesh. My deepest prayers 🙏 pic.twitter.com/MNdxtI7ZRq
— Kiren Rijiju (@KirenRijiju) October 21, 2022
এর আগেও ৫ অক্টোবর, অরুণাচল প্রদেশে হেলিকপ্টার ভেঙে পড়ে। দুর্ঘটনায় মারা যান ভারতীয় সেনাবাহিনীর এক পাইলট, লেফটেন্যান্ট কর্নেল সৌরভ যাদব। রুটিন অভিযান চালানোর সময় অরুণাচল প্রদেশের তাওয়াং-এ ভেঙে পড়ে কপ্টারটি।
Comments are closed.