ঘূর্ণিঝড় যশ এবং আকাশে পূর্ণিমা। এই দুইয়ের যুগলবন্দিতে হাহাকার দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায়। কোথাও ভেঙ্গেছে নদী বাঁধ আবার কোথাও সমুদ্রের ঢেউ উঠছে নারকেল গাছের মাথা ছাপিয়ে।
এই পরিস্থিতিতে রাজ্যের ১০ টি জেলায় নেমেছে সেনা। নবান্ন সূত্রে খবর, ১৭ কোম্পানি সেনা নেমেছে পড়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, নদীয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলায়। সেনার এই জওয়ানরা বিপর্যয় মোকাবিলা, সাইক্লোন মোকাবিলায় বিশেষ ভাবে দক্ষ। গাছ কাটার মেশিন, ল্যাডার নিয়ে প্রস্তুত সেনা।
In order to provide immediate support to people in the emerging situation due to #CycloneYaas, #IndianArmy carried out #Briefing, #JointRecce,
liaison and coordination with West Bengal state government. (1/2) pic.twitter.com/J0UIVf2Iif— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 26, 2021
বেহালার ডায়মন্ড হারবার রোডের উপর সেনার একের পর এক গাড়ি দাঁড়িয়ে আছে। ট্রাকে ভর্তি সামগ্রী। প্রয়োজনে মানুষকে খাবার, ফাস্ট এইডও দেওয়ার ব্যবস্থা আছে সেনার। তাদের গাইড করছে বেহালা থানার পুলিশ। সঙ্গে রয়েছে সিইএসসির টিম।
Comments are closed.