আর কয়েকদিন পরেই গোয়ায় বিধানসভা নির্বাচন। ভোটের মুখে কংগ্রেসকে একহাত নিলেন আম আদমি পার্টির প্রধান। অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে বলেন, গোয়ায় কংগ্রেসকে ভোট দেওয়া মানেই পরোক্ষ ভাবে বিজেপিকেই সমর্থন দেওয়া। সেই সঙ্গে তাঁর দাবি, এই বিধানসভা নির্বাচনে গোয়ায় লড়াই মূলত দু-মুখী। বিজেপির একমাত্র প্রতিদ্বন্দ্বী তাঁর দলই।
গত বিধানসভা নির্বাচনে ১৭ টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কংগ্রেস সমর্থন পেলেও, রাজনৈতিক পালা বদলের জেরে সেখানে সরকার তৈরি করে বিজেপি। কংগ্রেস থেকে একে একে বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় বর্তমানে কংগ্রেসের বিধায়ক সংখ্যা দু’ইয়ে এসে দাঁড়িয়েছে। পর্যবেক্ষকদের মতে, আপ প্রধান তাঁর মন্তব্যের মধ্য দিয়ে সেই বিষয়টিকেই তুলে ধরেছেন।
উল্লেখ, এবারে গোয়া নির্বাচনে লড়ছে তৃণমূলও। ইতিমধ্যেই সৈকত শহরে জমি প্রস্তুত করতে সর্ব শক্তি দিয়ে ঝাঁপিয়েছে ঘাসফুল শিবির। কয়েকদিন আগে তৃণমূলের তরফেও গোয়া কংগ্রেসের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়। এদিন সেই কথাই ফের বললেন আপ প্রধান। রাজনৈতিক শিবিরের এক পক্ষের মতে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, গোয়ায় ৪০ টি বিধানসভা আসনে ভোট রয়েছে ১৪ ফেব্রুয়ারি।
Comments are closed.