‘দলের সংগঠন কিছুটা দুর্বল হয়ে আছে, মানতে হবে’, স্বীকারোক্তি আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের
আসানসোল কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে। প্রার্থী ঘোষণার পরেই অগ্নিমিত্রা পলের দাবি, সংগঠন একটু দুর্বল হয়ে পড়েছে। আর এই জন্য তিনি দায়ী করেছেন তৃণমূলকে।
আসানসোল কেন্দ্রের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপির সঙ্গে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর ওই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ১২ এপ্রিল। আগেই এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহাকে। আর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ করে বলেছেন, আসানসোলের মানুষ বহিরাগতকে বিশ্বাস করবে না। তিনি শত্রুঘ্ন সিনহাকে উদ্দেশ্য করে আরও বলেন, মি. সিনহা, মি. ঘোষ বা মি. চোপড়া যে কেউ আসতে পারেন। সকলেই আসানসোলে স্বাগত জানাচ্ছি। কিন্তু ভোটে মানুষ ঘরের মেয়েকেই জেতাবে। দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে মনোনীত করার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি অগ্নিমিত্রার কথায় দলের সংগঠন দুর্বল হয়ে আছে।
অন্যদিকে সুব্রত মুখার্জি মারা যাওয়ার পর এই কেন্দ্রে উপনির্বাচনে আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে তৃণমূল। আসানসোল ই বালিগঞ্জ কেন্দ্রে উপ নির্বাচনের ফলপ্রকাশ ১৬ এপ্রিল।
Comments are closed.