কোভিড পরিস্থিতিতে একাই সাইকেল নিয়ে প্রচার সারছেন আসানসোলের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তরুণ চক্রবর্তী
আসানসোলে সাইকেল নিয়ে প্রচার করলেন তৃণমূল প্রার্থী। কোভিড বিধি মেনে তিনি সঙ্গে আর কাউকে না নিয়ে একাই সাইকেলে প্রচার করলেন। আসানসোলের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তরুণ চক্রবর্তী এইভাবেই সাধারণ মানুষের মন কেড়ে নিলেন।
আসানসোল, বিধাননগর, চন্দননগর ও শিলিগুড়ি পুরসভার ভোট আগামী ১২ ফেব্রুয়ারি। এরআগে জোরদার প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দল। বেশকিছু জায়গায় কোভিড বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আসানসোলেই মঙ্গলবার কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরকে এনে প্রচার করেছিলেন এক তৃণমূল প্রার্থী। কোভিড বিধি শিকেয় উঠেছিল সেই প্রচারে।
কয়েকদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ আসানসোলে প্রচারে এসেছিলেন। সেখানে তিনি কয়েকশো কর্মীকে নিয়ে মিছিল করে বিতর্কে জড়িয়েছিলেন। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিযে জড়িয়ে পড়েন। আর এসবের মধ্যে বিপরীত ছবি দেখা গেল আসানসোলে। করোনা বিধি মানতে সাইকেল করে প্রচার সারেন আসানসোলের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তরুণ চক্রবর্তী। সাইকেলের আগে ও পিছনে লাগানো দলীয় পতাকা। তিনি কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। কোথাও কেউ বলছেন জলের কষ্ঠ, কেউ বলছেন পেনশন পাচ্ছেন না আবার কেউ বলছেন আমার বাড়ি হয়নি। তাই আমার প্রথম কাজ থাকবে কাউন্সিলর হয়েই বাড়ি বাড়ি গিয়ে সমস্যার সমাধান করতে।
আর বাকি রাজনৈতিক দলগুলিকেও তিনি কোভিড বিধি মেনে প্রচার করার বার্তা দিতে চান।
Comments are closed.