করোনার তৃতীয় ঢেউয়ে কি বন্ধ হতে পারে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, চিন্তা বইপ্রেমীদের

গতবছর করোনার দ্বিতীয় ঢেউয়ের চোখ-রাঙানিতে কলকাতা আন্তর্জাতিক বইমেলা করা সম্ভব হয়নি। এবার বইমেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কলকাতা আন্তর্জাতিক বইমেলাকে কেন্দ্র করে একটা উৎসবের হাওয়া লেগেছিল। কিন্তু করোনা এতটাই বেশি মাত্রায় বেড়েছে যে একটা অশনিসংকেত দেখা দিয়েছে।

‘পাবলিশার্স ও বুকসেলার গিল্ড’-এর পক্ষ থেকে গত মাসেই বইমেলার কথা ঘোষণা হয়েছিল। এতেই আশার মুখ দেখেছিলেন বই ব্যবসায়ীরা ও বইপ্রেমীরা। কিন্তু ফের ওমিক্রন মাথা চারা দিয়ে উঠতেই মেলা ঘিরে চিন্তায় পড়েছে কলকাতাবাসী। যদিও মেলা ঘিরে সবরকম প্রস্তুতি সেরে রেখেছে গিল্ড কর্তৃপক্ষ। তাঁদের কথায় মেলার ক্ষেত্রে জারি হয়নি কোনও নিষেধাজ্ঞা।

Comments are closed.