আমরা সবাই জানি হিমেশ রেশমিয়া একজন মিউজিক কম্পোজার। এছাড়াও বেশ কয়েকটি বলিউড ছবিতে গানও গেয়েছেন তিনি। যতটা না জনপ্রিয়, তার থেকে বেশি রাখঢাক। নিজের সঙ্গে তুলনা করে বসলেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক আর ডি বর্মণের।
হিমেশের দাবি, আর ডি বর্মণও তাঁর মতোই কিছুটা নাকি সুরে গান করতেন। কিন্তু সেই কারণে তাঁকে কখনও ট্রোলের মুখে পড়তে হয়নি। তবে তাঁকে কেন পড়তে হচ্ছে!
বেশ যেই না এই মন্তব্য করা! রাগে ফায়ার আশা ভোঁসলে। হিমেশের মন্তব্য মেনে নিতে না পারে, প্রকাশ্যে তাঁকে চড় মারার কথা বলেন বলিউডের বর্ষীয়ান গায়িকা।
হিমেশের কেরিয়ার জীবনের শুরু একজন গায়ক হিসেবে। গায়ক হলেও নাকি সুরে গান গাওয়ার জন্য বহুবার বিদ্রুপের পাত্র হতে হয়েছিলেন তাঁকে। একের পর এক হিট গান দিলেও তাঁর গান গাওয়ার ধরন নিয়ে অস্বস্তি প্রকাশ করতেন শ্রোতাদের একাংশ।
একাধিক কটাক্ষ প্রতিহত করতেই এক সংবাদ মাধ্যমে, আর ডি বর্মণের প্রসঙ্গ টেনে এনেছিলেন তিনি। তিনি বলেছিলেন, কেউ যদি বলেন বর্মণ সাহেব নাক দিয়ে গাইতেন, তাঁকে চড় মারা উচিত। তাঁর এ ধরনের মন্তব্যে বেজায় অসন্তুষ্ট হয়েছিলেন আশা।
যদিও পরে আশার এই মন্তব্য শুনে নিজের ভুল শুধরে নিয়েছিলেন হিমেশ। সাফাই দিয়ে তিনি বলেছিলেন, আমি পঞ্চমদাকে কখনওই অপমান করতে চাইনি। আমি লক্ষ্মীকান্ত-প্যারেলাল এবং পঞ্চমদার থেকেই গান তৈরি করতে শিখেছি। আমি কীভাবে ওঁনাকে অপমান করতে পারি?
বর্তমানে জনপ্রিয় রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল ১২ তে বিচারকের আসনে ছিলেন হিমেশ রেশমিয়া। একজন মিউজিক কম্পোজার হিসাবে কেরিয়ার জীবনে আত্মপ্রকাশ করেন। বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয়ও করছেন। ২০০৭ সালে ‘আপ কা সুরুর’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন হিমেশ। তাঁর ছবি হিট হলেও সেই সফলতা বাকি ছবিতে ধরে রাখতে পারেননি।
তেরে নাম, অ্য়াতরাজ, আশিক বানায়া আপনে, আকসার, বডিগার্ড এবং কিকের মতো ছবিতে মিউজিক ডিরেক্টারের দায়িত্বে পালন করেছেন হিমেশ। ঝলক দিখলা যা, মুঝকো ইয়াদ সাতায়ে তেরি, হুক্কা বারের মতো গানে গলা দিয়েছেন সিঙ্গার হিমেশ।
Comments are closed.