PM Cares এর টাকায় রাজস্থানে নষ্ট ভেন্টিলেটর! তদন্তের দাবি মুখ্যমন্ত্রী অশোক গেহলটের
চিকিৎসকরা জানিয়েছে, এই ভেন্টিলেটরগুলির মধ্যে অধিকাংশই খারাপ
PM Cares তহবিল থেকে রাজ্যে নষ্ট ভেন্টিলেটর পাঠানো হয়েছে। যা প্রতিনিয়ত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বৃহস্পতিবার এ বিষয়ে তদন্তের আর্জি জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
ট্যুইট করে রাজস্থানের মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রীয় সরকার পিএম কেয়ার্স ফান্ড থেকে ১৯ হাজার ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে। যার মধ্যে অধিকাংশই খারাপ। পাশাপাশি বলেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তদন্ত করা উচিত কীভাবে এই ধরনের নষ্ট ভেন্টিলেটর পাঠালো কেন্দ্র?
চিকিৎসকরা জানিয়েছে, এই ভেন্টিলেটরগুলির মধ্যে অধিকাংশই খারাপ। একাধিক যন্ত্রে প্রেসার ড্রপের সমস্যা রয়েছে। একটানা ১-২ ঘন্টা কাজ করার পরে আপনা আপনি বন্ধ হয়ে যায়। যার কারণে রোগীদের জন্য ভেন্টিলেটরগুলির বিপজ্জনক হতে পারে।
রাজস্থান ছাড়াও মধ্যপ্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্র এবং গুজরাটে সরবরাহ করা PM Cares এর টাকায় কেনা ভেন্টিলেটরের বিভিন্ন সমস্যা সংবাদমাধ্যমে উঠে এসেছে বলে দাবি মুখ্যমন্ত্রী গেহলটের।
খারাপ ভেন্টিলেটর যাতে তাড়াতাড়ি সম্ভব ঠিক করা হয় সেই আবেদন জানিয়ে রাজস্থান সরকার কেন্দ্রকে চিঠি লিখেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী গেহলট।
PM Cares এর টাকায় কেনা ভেন্টিলেটরের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছে রাজস্থান সরকার। দাবি, ভেন্টিলেটর রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার ১১ জন সদস্যকে পাঠাবে বলেছিল। কিন্তু কাজ করছেন মাত্র ৭ জন। কিন্তু অভিজ্ঞতার অভাবে তাঁরা খারাপ হয়ে যাওয়া ভেন্টিলেটর মেরামত করে উঠতে পারছেন না বলেও অভিযোগ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের।
সবমিলিয়ে করোনা অতিমারি যখন নাভিশ্বাস তুলে দিয়েছে গোটা দেশের তখন PM Cares এর টাকায় কেনা ভেন্টিলেটর নিয়ে সমস্যা ক্রমেই বাড়ছে।
Comments are closed.