সোনালি চক্রবর্তীর জায়গায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন আশিস চ্যাটার্জি 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন আশিস চ্যাটার্জি। তিন মাসের জন্য তাঁকে অস্থায়ী উপচার্য করতে চেয়ে রাজভবনে প্রস্তাব পাঠায় রাজ্য। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্যের প্রস্তাবে সম্মতি দিয়েছেন রাজ্যপাল তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য লা গনেশন। 

সুপ্রিম কোর্টে ধাক্কার পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরানো হচ্ছে সোনালি চক্রবর্তীকে। এর আগে তাঁকে উপচার্য পদে পুনর্বহাল করতে চেয়ে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিল নবান্ন। কিন্তু সে সময়ে রাজ্যের এই প্রস্তাবের ব্যাখ্যা চান ধনখড়। ব্যাখ্যা না দিয়েই সোনালি চক্রবর্তীকে পুনর্বহাল করে রাজ্য সরকার। রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। যেখানে ১২ সেপ্টেম্বর হাইকোর্ট জানিয়ে দেয়, সোনালি চক্রবর্তীকে পুনর্বহাল করার এক্তিয়ার রাজ্যের নেই। পরে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানেও হাইকোর্টের রায়ই বহাল থাকে। এই পরিস্থিতির মধ্যেই সোনালি চক্রবর্তীর জায়গায় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন আশিস চ্যাটার্জি। 

Comments are closed.