অসমের মুসলিম অধ্যুষিত আসনে শূন্য! সংখ্যালঘু সেলই তুলে দিল BJP
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ৩৪ টি মুসলিম অধ্যুষিত কেন্দ্রে বিজেপি মাত্র একটি আসন পেয়েছিল
সরকার গঠন করলেও অসমের সংখ্যালঘু আসনে ঝুলি শূন্য গেরুয়া শিবিরের। তাই দলের খারাপ পারফরম্যান্সের পরে বিজেপির সংখ্যালঘু সেল ভেঙে দেওয়ার সিদ্ধান্ত।
অসম বিজেপির সভাপতি রণজিৎ দাশ জানিয়েছেন, বিধানসভা ভোটে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপির ফলাফল খুব খারাপ হয়েছে। মুসলিম এলাকায় খুব কম ভোট পেয়েছে বিজেপি। অথচ ২০ সদস্যের বুথ কমিটি ছিল! তাই সংখ্যালঘু সেল ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অসমের বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি। ১২৬ টি আসনের মধ্যে ৭৫ টিতে জয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। যার মধ্যে ৬০ টি আসন জিতেছে বিজেপি। অসমে ৩৪ টি আসন সংখ্যালঘু অধ্যুষিত।
অসমের সংখ্যালঘু অধ্যুষিত ৮টি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিয়েছিল। যার মধ্যে রয়েছে জানিয়া, জলেশ্বর, বাঘবার, দক্ষিণ সালমারা, বিলাসীপাড়া পশ্চিম, লহরিঘাট, রূপালিহাট এবং বরাক উপত্যকা অঞ্চলের সোনাই কেন্দ্র। ফল প্রকাশের পর দেখা যায় ওই এলাকাগুলিতে বিজেপির ফল শোচনীয়। অন্যদিকে, বিজেপির সহযোগী দল অসম গণ পরিষদ তিনটি মুসলিম অধ্যুষিত কেন্দ্র সেঙা, দলগাঁও এবং যমুনামুখে লড়লেও একটি আসনও বিজেপি জোটের কপালে জোটেনি।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ৩৪ টি মুসলিম অধ্যুষিত কেন্দ্রে বিজেপি মাত্র একটি আসন পেয়েছিল। এবার হাত একেবারে খালি। এরপরই অসম বিজেপি সংখ্যালঘু সেল বন্ধ করে দেওয়ার কথা জানায়।
Comments are closed.