সুশান্তের স্মৃতি কখনও ফ্যাকাশে হবে না, তরুণ অভিনেতার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ টলিউড তারকা শাশ্বতর
‘সুশান্ত, তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটা এখনও আমার মনে গেঁথে আছে। এই স্মৃতি কখনও ফ্যাকাশে হয়ে যাবে না।‘
আজ ১৪ জুন। এই বর্ষা মুখর দিনে মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের দেহ। দেখতে দেখতে কেটে গেল একটা বছর। তরুণ এই অভিনেতার মৃত্যু নাড়িয়ে দিয়ে গিয়েছিল সমগ্র চলচ্চিত্র জগতকে। উঠে এসেছিল একাধিক প্রশ্নও।
অভিনেতা শাশ্বত চ্যাটার্জির মতে তিনি এই দিনটিকে মনে রাখতেই চান না, আর পাঁচটা দিনের মতই এটি তাঁর কাছে সাধারণ একটি দিন। কারণ তিনি বিশ্বাসই করতে চান না সুশান্ত সিং রাজপুত নেই। সুশান্ত তাঁর কাছে উচ্ছ্বল একটি চরিত্র যাঁর মৃত্যু হয় না।
‘দিল বেচারা’ ছবির শুটিংয়ের সময় তিনি সুশান্তের সঙ্গে সময় কাটিয়েছেন শাশ্বত। দোলনার কাছে বসে তাঁর এবং সুশান্তের সেই দৃশ্য সকলের মনে জায়গা করে নিয়েছিল। শাশ্বতর মতেও এটি ছিল তাঁর জীবনের অন্যতম সেরা দৃশ্য।
সোমবার, সুশান্তের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করছেন শাশ্বত চ্যাটার্জি। নিজের ফেসবুকের পাতায় তুলে ধরেছেন সুশান্তের সঙ্গে কাটানো স্মৃতিগুচ্ছে। ক্যাপশনে লিখেছেন, সুশান্ত, তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটা এখনও আমার মনে গেঁথে আছে। এই স্মৃতি কখনও ফ্যাকাশে হয়ে যাবে না।
এক সাক্ষাৎকারে শাশ্বত জানিয়েছেন, তাঁর দেখা সুশান্তের সেরা কাজ ‘ছিছোঁড়ে’। সেই চিত্রনাট্যের প্লট যেমন সুন্দর, সুশান্তের অভিনয়ও অনবদ্য। মাটিতে বসে তাঁরা এক সঙ্গে আড্ডা দিতেন। মাটির মানুষ ছিল সুশান্ত, ও নেই মনে করতে চাই না। ওর থাকাটাই আমার কাছে থাকবে। আর সুশান্ত ওর কাজের মধ্যে দিয়ে থেকে যাবে আজীবন বেদনা মুর্ছিত হয়ে জানালেন শাশ্বত।
Comments are closed.