ভয়াবহ স্কুলবাস দুর্ঘটনা হিমাচল প্রদেশের কুলুতে। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের। এদের মধ্যে বেশিরভাগ পড়ুয়া। সোমবার সকালে স্কুলবাসটি কুলু জেলার জংলা এলাকা থেকে সাঁজ ভ্যালির দিকে যাচ্ছিল। সেইসময় নেউলি সানশের রোডের কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ,উদ্ধারকারী দল। আহত পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লিখেছেন, কুলুতে বাস দুর্ঘটনার খবর মর্মান্তিক। স্বজনহারাদের প্রতি আমার সমবেদনা। আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বিপর্যয় মোকাবিলা ফান্ড থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন তিনি।
The Prime Minister has approved an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the tragic bus accident in Himachal Pradesh. The injured would be given Rs. 50,000 each.
— PMO India (@PMOIndia) July 4, 2022
পাশাপাশি টুইট করে শোকপ্রকাশ করেছেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তিনি জানিয়েছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা।
हिमाचल के कुल्लू की सैंज घाटी में हुई बस दुर्घटना में कई लोगों के हताहत होने का अत्यंत हृदयविदारक समाचार प्राप्त हुआ।
ईश्वर मृतकों की आत्मा को अपने श्रीचरणों में स्थान दे।
मेरी गहन संवेदनाएँ पीड़ित परिजनों के साथ हैं। दुर्घटना में घायलों के जल्द स्वस्थ होने की कामना करता हूँ।
— Jagat Prakash Nadda (@JPNadda) July 4, 2022
উল্লেখ্য, শনিবার মালদার ইংরেজবাজারে একটি দুর্ঘটনা হয়। গুরুতর আহত হন বেশ কয়েকজন পড়ুয়া। পাল্টি খেতে খেতে বাসটি অনেক নীচে পড়ে যায়। বাসের সামনের অংশ দুমড়ে যায়।
Comments are closed.