করোনায় মৃত ভোটকর্মীদের অন্তত ১ কোটি টাকা আর্থিক সাহায্য দিক যোগী সরকার, বলল এলাহাবাদ হাই কোর্ট
হাই কোর্ট কমপক্ষে ১ কোটি টাকা দিতে হবে বলে সরকারকে জানায়
পঞ্চায়েত ভোটের কাজে গিয়ে করোনায় মৃত পোলিং অফিসারদের পরিবারকে অন্তত ১ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া যায় কিনা তা নিয়ে যোগী সরকারকে চিন্তাভাবনা করতে বলল এলাহাবাদ হাই কোর্ট।
রাজ্যে পঞ্চায়েত ভোট চলাকালীন কর্তব্যরত যে সমস্ত পোলিং অফিসারের করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য বাবদ ৩০ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। কিন্তু হাই কোর্ট কমপক্ষে ১ কোটি টাকা দিতে হবে বলে সরকারকে জানায়।
এলাহাবাদ হাই কোর্ট জানায়, পরিবারের রুজি রোজগারকারীর মৃত্যুতে ৩০ লাখ টাকা আর্থিক সাহায্য যথেষ্টই কম। তাই আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধির কথা সরকার পুনরায় বিবেচনা করুক।
আদালতের পর্যবেক্ষণ, ভোট কর্মীদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। ভোটের দায়িত্বে থাকা অফিসারদের করোনা পরীক্ষা না করিয়ে, স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য না নিয়ে তাঁদের কাজ করতে বাধ্য করা হয়েছে, মনে করছে এলাহাবাদ হাই কোর্ট।
এর আগে ৭ মে যোগী সরকার হাই কোর্টকে জানায়, নিহত পোলিং অফিসারদের পরিবারকে ৩০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। রাজ্য নির্বাচন কমিশনের মুখ্যসচিব তরুণ আগরওয়াল আদালতকে জানিয়েছিলেন, ২৮ জেলায় ৭৭ জন পোলিং অফিসারের মৃত্যু হয়েছে এবং বাকি জেলার রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি।
Comments are closed.