মার্চের শুরুতেই গরমের দাপট। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল মার্চের মধ্যে তাপমাত্রা ছুঁতে পারে ৩০ ডিগ্রিতে। সেইমত রোজই বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। আর কয়েকদিন পরেই দোল। দোলে তাপমাত্রার পারদ আরও চড়বে। তাপমাত্রা ছুঁতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। জেলাগুলিতেও বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। সকালের দিকে বসন্তের হালকা শীতের ভাব অনুভূত হলেও বেলা বাড়তে বেড়ে চলেছে রোদের তেজ।
রোদের তেজের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে কলকাতা সহ জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে।
অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ কাশ্মীর ভ্যালি ও হিমাচলপ্রদেশে তুষারপাতের পূর্বাভাস রয়েছে।
Comments are closed.