বছরের শুরুতেই, ৪ জানুয়ারি সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি শুরু, দ্রুত আসুক রায় চাইছে বিজেপি

লোকসভা ভোট যত এগোচ্ছে অযোধ্যায় রাম মন্দির গড়া নিয়ে কেন্দ্র সরকারের ওপর তত চাপ বাড়াচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এবং একাধিক হিন্দু সংগঠন। সম্প্রতি খোদ প্রধানমন্ত্রী মোদী সুপ্রিম কোর্টের ওপর চাপ বাড়িয়ে অভিযোগ করেছেন, কংগ্রেস সুপ্রিম কোর্টকে চাপ দিয়ে অযোধ্যা মামলার শুনানি পিছিয়ে দিচ্ছে।
অবশেষে সোমবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হল, নতুন বছরের প্রথম শুক্রবার, ৪ জানুয়ারি শুনানি হবে অযোধ্যা জমি ও রাম মন্দির মামলার। মনে করা হচ্ছে, সেদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ওই মামলা তিন বিচারপতির উচ্চতর বেঞ্চে ট্রান্সফার করে দিতে পারেন।
এর আগে গত অক্টোবর মাসে সরকারের তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে বলা হয়েছিল, বহু বছর ধরে ঝুলে থাকা অযোধ্যা মামলার যেন দ্রুত শুনানি শুরু করে সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে সে সময় জানানো হয়, নতুন বছর থেকে এই মামলার শুনানি হবে, কোন বেঞ্চে এই মামলার শুনানি চলবে তাও তখনই জানানো হবে।
এদিকে, ৪ জানুয়ারি শুনানির দিন ধার্য হওয়ার খবর আসার পর, বিজেপি চাইছে দ্রুত এই মামলার রায় দিক কোর্ট। আসন্ন লোকসভা ভোটে কোর্টের এই রায়কে হাতিয়ার করতে চাইছে বিজেপি। সোমবার বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, তাঁরা চান প্রতিদিন শুনানি হোক এই মামলার। কেউ কেউ তো আবার ছুটির দিনেও এই মামলার শুনানি চলার পক্ষে।
১৯৯২ সালের ৬ ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর থেকেই বারবার সেখানে রাম মন্দির তৈরির দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এবং একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। একই দাবি তুলেছে বিজেপিও। সেই সময় থেকেই এই মামলা আদালতের বিচারাধীন। মাঝে ২০১০ সালে এই মামলার রায় দেয় লখনউ হাইকোর্ট। সেই রায়ে হাইকোর্ট ওই বিতর্কিত জমিকে বিবাদমান সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখরা ও রাম লালার সংগঠনের মধ্যে ভাগ করে দেওয়ার পক্ষে নিজেদের মত দেয়। যার বিরুদ্ধে পরবর্তী কালে সুপ্রিম কোর্টে মামলা করে ১৪ টি সংগঠন।
ইতিমধ্যেই বিরোধীরা অভিযোগ তুলেছে, আসন্ন লোকসভা ভোটে মেরুকরণের স্বার্থে বারবার রাম মন্দির ইস্যুকে তুলে ধরছে বিজেপি। বর্তমানে কেন্দ্রে ও উত্তর প্রদেশে দু’জায়গাতেই বিজেপি সরকার। তাই হিন্দুত্ববাদী সংগঠনগুলি চাইছে, যত দ্রুত সম্ভব অযোধ্যায় রাম মন্দির গড়ার ব্যাপারে পদক্ষেপ করুক কেন্দ্র।
কিন্তু সুপ্রিম কোর্টে মামলা আটকে থাকায় সমস্যায় পড়েছে সরকার। এই অবস্থায় সরকারের উপর চাপ বাড়াতে আরএসএস, বজরং দলগুলির মতো হিন্দুত্ববাদী সংগঠন দাবি করছে, প্রয়োজনে সুপ্রিম কোর্টকে এড়িয়ে, সংসদে নয়া অধ্যাদেশ এনে অযোধ্যায় বিতর্কিত জমি অধিগ্রহণ করে রাম মন্দির গড়ার পথ প্রশস্ত করুক কেন্দ্র। দ্রুত রাম মন্দির গড়ার দাবিতে সম্প্রতি অযোধ্যায় ধর্মসভারও আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ।
এই অবস্থায় ঘরে বাইরে যথেষ্ট চাপে বিজেপি। সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে পরাজয় ও তিন রাজ্যের ক্ষমতা থেকে অপসারণের পর পদ্ম শিবির চাইছে, রাম মন্দির নিয়ে দ্রুত অগ্রসর হতে। অবশেষে সেই মামলার শুনানি শুরু হতে চলেছে নতুন বছরের শুরুতে।

Comments are closed.