কুর্নিশ! করোনাকালে বায়ু সেনার অবিশ্বাস্য কীর্তি, এয়ার লিফট করে পৌঁছচ্ছে অক্সিজেন ট্যাঙ্কার

আশার আলো দেখাল ইন্ডিয়ান এয়ার ফোর্স

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে দৈনিক সংক্রমণে হার উর্ধ্বমুখী। নেই পযাপ্ত করোনার টিকা, হাসপাতালগুলিতে অক্সিজেনের আকাল। দেশ জুড়ে যখন দিন দিন করোনার মর্মান্তিক ছবি স্পষ্ট হচ্ছে। তখন আশার আলো দেখাল ইন্ডিয়ান এয়ার ফোর্স।

বেগমপেট থেকে ভুবনেশ্বর। ইন্দোর থেকে জামনগর। অক্সিজেন ট্যাঙ্কার দেশের বিভিন্ন জায়গায় এয়ার লিফট করে পৌঁছে দিচ্ছে ভারতীয় বায়ুসেনা।

লাদাখে যাতে যথাযথ করোনা পরীক্ষা হয়। এই পরিস্থিতিতে সেখানকার মানুষ যাতে সু-পরিষেবা পান তার জন্য কোভিড কিট এবং মেশিন এয়ার লিফটে পাঠানোর ব্যবস্থা করছে ইন্ডিয়ান এয়ার ফোর্স। কোভিড কিট চণ্ডীগড় এবং জম্মু থেকে লাদাখে নিয়ে যাওয়া হয়েছে।

হিন্দানের কোভিড হাসপাতালে পরিসেবা দিতে সেনা বিমানে চেপে জোরহাট এবং কলাইকুন্ডা থেকে মেডিকেল টিম Rapid Action Medical Team (RAMT) কে নিয়ে যাচ্ছে ভারতীয় বিমান সেনা। সেখানে মেডিকেল টিম ছাড়াও সেই বিমানে যাচ্ছে করোনার অত্যাবশ্যকীয় ওষুধ।

Comments are closed.