গায়ক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুলের আক্রমণের মুখে ফের গেরুয়া শিবির। শনিবার পুনরায় বিজেপিকে তীব্র কটাক্ষ করে ট্যুইট করেন তিনি। আসানসোলের প্রাক্তন সাংসদ তাঁর ট্যুইটে লিখেছেন, বন্ধুরা আমি বিজেপি ছেড়ে যে তৃণমূলে যোগ দিয়েছে, বারবার আমায় এই কথাটা মনে করিয়ে নিজেদের সময় নষ্ট করবেন না। তারপরেই তাঁর খোঁচা, দুঃখিত আমি বিজেপি নামক একটি সার্কাসের অংশ হতে পারিনি। সেই সঙ্গে তাঁর ইঙ্গিত পূর্ণ মন্তব্য, আমি আমার জন্য সঠিকটাই বেছে নিয়েছি। আপনারা একটু ধৈর্য ধরুন আর দেখতে থাকুন।
উল্লেখযোগ্যভাবে এদিন কেন্দ্রীয় বিজেপিকেও ট্যুইটে একহাত নিয়েছেন তৃণমূল নেতা। দ্বিতীয় একটি ট্যুইটে বাবুল লেখেন, এতদিন বিজেপি শুধু বলে এসেছে কংগ্রেস ৭০ বছর ধরে দেশকে লুট করেছে। অথচ কী আশ্চর্য সেই কংগ্রেস থেকেই একের পর এক নেতা বিজেপিতে গিয়ে যোগ দিচ্ছেন।
উল্লেখ্য, রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দে দলের শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করে ট্যুইট করেছিলেন বাবুল সুপ্রিয়। যার জেরে তাঁকেও পাল্টা আক্রমণ করে বিজেপি নেতা কর্মীরা। তাঁর দলত্যাগ নিয়ে কটাক্ষ ছুঁড়ে দেন অনেকে। এবার সেই সব আক্রমণের জবাব দিতেই ফের নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে সুর চড়ালেন বাবুল।
Comments are closed.