বাবুল সুপ্রিয় কী এবার তৃণমূলের পথে? নেট দুনিয়ায় বিজেপি সাংসদের সম্প্রতিক কাজকর্মে তেমনই জল্পনা দেখা দিয়েছে। সদ্য বিজেপি ত্যাগী মুকুল রায় এবং রাজ্যের শাসক দল তৃণমূলকে ট্যুইটারে ফলো করতে শুরু করেছেন তিনি।
মোদী মন্ত্রিসভার রদবদলের জেরে মন্ত্রীত্ব খুইয়েছেন বাবুল। পদ হারিয়ে নিজের অসন্তোষও প্রকাশ করেছেন তিনি। সাত বছর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা বাবুল ফেসবুকে লিখেছিলেন, তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছে তাই ইস্তফা দিয়েছেন। এদিকে তাঁর এই মন্তব্যকে ভালোভাবে নেননি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা তিনি বলেন, ওনাকে ইস্তফা দিতে না বলে বহিষ্কার করলে কী ভালো হত? দিলীপের মন্ত্যের পাল্টা ফের সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করেন আসানসোলের সাংসদ।
দিলীপ ঘোষের সঙ্গে বাবুল সুপ্রিয়র এই সংঘাত নিয়ে যখন রাজ্যনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে তার মধ্যেই বাবুলের তৃণমূল ও মুকুলকে ‘অনুসরণ’ নিয়ে রাজনৈতিক মহলের একাংশ অন্যরকম ইঙ্গিত পাচ্ছে।
এদিকে বাবুলের মন্ত্রীত্ব হারানোয় সহানুভূতি দেখা দিয়েছিল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির মন্তব্যও। বলেছিলেন, আজ বাবুল বিজেপির কাছে খারাপ হয়ে গিয়েছে। সব মিলিয়ে দুইয়ে দুইয়ে চার করছে পর্যবেক্ষকদের একাংশ।
যদিও তাঁকে নিয়ে চলা জল্পনার জবাবে বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আমাকে নিয়ে অনেক গুজব আকাশে ভেসে বেড়াচ্ছে, দয়া করে এসবের মধ্যে আমায় জড়াবেন না। বাবুলের আবেদন, তাঁর কাজ দেখে তাঁকে বিচার করা হোক, গুজব দিয়ে নয়।
Comments are closed.