বনগাঁ-শিয়ালদহ লোকাল ট্রেনে পাথর হামলা, গুরুতর জখম যাত্রী ভর্তি আরজিকরে

বনগাঁ-শিয়ালদহ শাখায় চলন্ত ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনায় জখম হলেন এক যাত্রী। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ থেকে শিয়ালদহগামী একটি ডাউন চলন্ত ট্রেনে পাথর ছোঁড়া হয়। বনগাঁ থেকে শিয়ালদহ আসার পথে সংহতি স্টেশন ছাড়ার পড়েই পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ।

ট্রেনের গেটের পাশে দাঁড়িয়ে ছিলেন চাঁদপাড়ার বাসিন্দা পীযুষ সাহা। গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় তিনি হাবড়া পর্যন্ত এসে অন্যান্য রেলযাত্রীদের সাহায্যে প্রাথমিক চিকিৎসা শুরু করেন। এরপর হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার তদন্তে নেমেছে জিআরপি ।

এর আগেও একবার বনগাঁ-শিয়ালদহ লোকাল ট্রেনে যাত্রীদের লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। বারবার এইভাবে রেলযাত্রীদের ওপর হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন রেলযাত্রীরা।

Comments are closed.