ভোটের প্রচারে উঠে এল প্রয়াত নারায়ণ দেবনাথ। বাঁশবেড়িয়ায় দেওয়াল লিখনে দেখা গেল বাঁটুলের ছবি। সেখানে দেখা যাচ্ছে বাঁটুলের দুহাতে বালতি। আর সেখানে লেখা সেরা পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার কারিগর আপনারাই।
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৬ পুরসভার ভোট। আর এই ভোটের প্রচারে সব দল চাইছে অভিনবত্ব আনতে। বাঁশবেড়িয়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রচারে বাঁটুল, ছোটা ভীম, কালিয়া ও টম-জেরির ছবি। এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমিত ঘোষ। তিনি জানিয়েছেন, প্রচারে এলাকার উন্নয়নকে তুলে ধরতে কার্টুন চরিত্র আঁকা হয়েছে দেওয়ালে। দেওয়াল লিখনের মাধ্যমে এলাকার উন্নয়ন তুলে ধরা হয়েছে। কোথাও দেখা যাচ্ছে এলাকার পরিশ্রুত পানীয় জলের কথা তুলে ধরা হয়েছে, আবার কোথাও দেখা যাচ্ছে প্রতিটি রাস্তা কংক্রিটের করা হয়েছে, সেই বার্তা।
অমিত ঘোষ জানিয়েছেন, আমি আমার ওয়ার্ডে কী কী উন্নয়নমূলক কাজ করেছি তা তুলে ধরা হয়েছে প্রচারে। কয়েকদিন আগে পরলোকগমন করেছেন কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। তাঁত প্রতি শ্রদ্ধা জানাতে ওনার সৃষ্টি করা কার্টুন চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেওয়াল লিখনের মধ্য দিয়ে।
Comments are closed.